3/5বেনারসে ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শুরু হবে। কাশী বিশ্বনাথের পুজো দিতে দেব একা নন, তাঁর সঙ্গে গিয়েছিলেন পরিচালক অভিজিৎ সেন। শুক্রবার বেনারস উড়ে গিয়েছে টিম 'প্রজাপতি'।
4/5‘প্রজাপতি’ সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। ছবিতে বাবা-ছেলের চরিত্রে দেখা মিলবে তাঁদের। ‘মৃগয়া’র পর আবার এই সিনেমা দিয়েই একসঙ্গে বড়পর্দায় ফিরছেন মিঠুন-মমতা শঙ্করকে।