দারুণ জনপ্রিয় ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক! এক মাসেই ৪০ হাজার প্রি-বুকিং
Updated: 14 Jun 2023, 10:33 AM ISTএখনও পর্যন্ত, Aera-র দু'টি ভেরিয়েন্ট বিক্রি আনা হয়েছে। 5,000 এবং 5,000+। উভয়েরই বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি প্যাক রয়েছে। পাওয়ার আউটপুট 10 কিলোওয়াট। এটি মাত্র ছয় সেকেন্ডের মধ্যে স্থির থেকে 60 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি