LSG vs CSK: এবার লখনউতে ধোনি ঝড়,৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস, ১০১ মিটারের লম্বা ছক্কা, ৪২-এও কেরামতি দেখিয়ে চলেছেন মাহি
Updated: 19 Apr 2024, 09:59 PM ISTLucknow Super Giants vs Chennai Super Kings: এদিন আইপিএলে সিএসকে এবং ধোনির ১৬তম বার্ষিকী ছিল। ২০০৮-এর ১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংস মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন। ৩৩ রানে জয়ী হয়েছিল সিএসকে। তবে ধোনি ২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু ১৬তম বার্ষিকীতে ধোনি ঝড় দেখল লখনউ।
পরবর্তী ফটো গ্যালারি