বাংলা নিউজ > ছবিঘর > Puri Jagannath temple: ৯ ঘণ্টা পর ভোগ পেলেন জগন্নাথ, কেন থমকে ছিল পুরীর মন্দিরের আচার?

Puri Jagannath temple: ৯ ঘণ্টা পর ভোগ পেলেন জগন্নাথ, কেন থমকে ছিল পুরীর মন্দিরের আচার?

যে সেবায়েতকে ঘিরে পুরীর মন্দিরে তুলকালাম কাণ্ড হয়, তাঁর বিয়ে হয়েছে ২০১৭ সালে। নিজের জাতির থেকে ‘নিচু’ জাতির কন্যাকে বিয়ে করায়, তিনি মন্দিরের রীতি ভেঙেছেন বলে আগেই অভিযোগ ছিল। ওই বিয়ের কারণে তাঁর মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।