বাংলা নিউজ > ছবিঘর > Gold News: হলমার্ক ছাড়া সোনা বিক্রি নিষিদ্ধ হল পয়লা এপ্রিল থেকে

Gold News: হলমার্ক ছাড়া সোনা বিক্রি নিষিদ্ধ হল পয়লা এপ্রিল থেকে

সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে এই নয়া নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। সেই দিন থেকে শুধুমাত্র সেই সোনার গহনা এবং সোনার বস্তু কেনা যাবে, যাতে ছয়-সংখ্যার আলফানিউমেরিক HUID বা, অনন্য শনাক্তকরণ নম্বর দিয়ে হলমার্ক করা রয়েছে।