সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে এই নয়া নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। সেই দিন থেকে শুধুমাত্র সেই সোনার গহনা এবং সোনার বস্তু কেনা যাবে, যাতে ছয়-সংখ্যার আলফানিউমেরিক HUID বা, অনন্য শনাক্তকরণ নম্বর দিয়ে হলমার্ক করা রয়েছে।
1/5সোনার গহনায় ছয়-সংখ্যার হলমার্ক কোড থাকতেই হবে। হলমার্ক নেই এমন সোনার গহনা বিক্রি আগামী মাস থেকে নিষিদ্ধ ঘোষমা করা হয়েছে। এমনটাই জানিয়েছে ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন সংক্রান্ত মন্ত্রক। কিন্তু এই সিদ্ধান্তের কারণ কী? (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Pixabay)
2/5ভারতে ছোটখাটো সোনার দোকানগুলিও ভালই ব্যবসা করে। এই দোকানগুলিতে অনেক সময়ে অসাধু ব্যবসায়ীরা বেশি খাদ মিশিয়ে গহনা বিক্রি করেন। তাতে ক্রেতারা প্রতারিত হন। সেটি আটকাতেই গহনার গায়ে হলমার্ক বসানোর নিয়ম করে সরকার। কিন্তু তা সত্ত্বেও বহু স্থানে ছোট দোকানগুলি এই নিয়ম মেনে চলত না। সেই কারণে এবার নিয়ম বলবত্ করতে আরও কড়া পদক্ষেপ মোদী সরকারের। ফাইল ছবি: পিটিআই (Pixabay)
3/5সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে এই নয়া নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। সেই দিন থেকে শুধুমাত্র সেই সোনার গহনা এবং সোনার বস্তু কেনা যাবে, যাতে ছয়-সংখ্যার আলফানিউমেরিক HUID বা, অনন্য শনাক্তকরণ নম্বর দিয়ে হলমার্ক করা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সভাপতিত্বে গত ৩ মার্চ ২০২৩-এ ভারতীয় মানরক্ষা পর্ষদের (BIS) একটি পর্যালোচনা বৈঠক হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
4/5ছোট দোকানগুলি অনেকক্ষেত্রেই জানাত, ক্ষুদ্র ব্যবসায় হলমার্কের নিয়ম মেনে চলা বাস্তবসম্মত নয়। কারণ হলমার্কিংয়ের জন্য ফি দিতে হয়। এতে গহনার দাম বেড়ে যায়। সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, 'মাইক্রো স্কেল ইউনিটে BIS-এর ভিন্ন সার্টিফিকেশন/হলমার্কিং ফি-তে ৮০% ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ছোট ব্যবসায় আরও ১০% ছাড় অব্যাহত থাকবে।' ফাইল ছবি: পিটিআই (Pixabay)
5/5ভোক্তা বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে বলেন 'ক্রেতাদের স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩১ মার্চের পর থেকে HUID ছাড়া হলমার্ক করা সোনার গহনা এবং সোনার প্রত্নবস্তু বিক্রির অনুমতি দেওয়া হবে না।' তিনি বলেন, 'বর্তমানে আমাদের সংখ্যার পাশাপাশি ছয় সংখ্যার HUID-ও ব্যবহার করা হচ্ছে।' ফাইল ছবি: রয়টার্স (Pixabay)