SRH vs MI: IPL অভিষেকেই ৪ ওভারে ৬৬ রান দিয়ে একাধিক লজ্জার নজির গড়লেন মাফাকা, যন্ত্রণার হাত থেকে মুক্তি দিলেন মালিঙ্গাকে
Updated: 28 Mar 2024, 08:38 AM ISTকোয়েনা মাফাকা এদিন ৪ ওভার বল করে ৬৬ রান দিয়েছেন। ইকোনমি রেট ১৬.৫০। ৭টি চার এবং ৫টি ছক্কা হজম করেছেন মাফানা। একটিও উইকেট নিতে পারেননি। সেই সঙ্গে অভিষেকেই গড়েছেন একাধিক লজ্জার নজির।
পরবর্তী ফটো গ্যালারি