Zomato Share: বিদেশি ব্রোকারেজ জেফেরিজ জোমাটো-র জন্য একটি উচ্চ পর্যায়ের লক্ষ্য নির্ধারণ করেছে ইতিমধ্যেই। আর এবার দেশীয় ব্রোকারেজ সংস্থা কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ দাবি করে যে জোমাটোর স্টকের জন্য সবচেয়ে খারাপ সময় শেষ হয়ে গিয়েছে। ব্রোকারেজ সংস্থার দাবি, এই শেয়ারের দাম এখন বাড়তে পারে। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের বক্তব্য, ‘জোমাটোর শেয়ারের দাম স্থিতিশীল হয়েছে। এই আবহে নিম্ন দরে শেয়ারের কেনাকাটা শুরু হচ্ছে।’
1/4কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ ৭৯ টাকার লক্ষ্য মূল্যের সাথে স্টকটিকে 'বাই'-এ আপগ্রেড করেছে। এই দর শেয়ারের আগের ক্লোজিং প্রাইস থেকে ৭৫ শতাংশ বেশি। এর আগে এই স্টকটিকে ৭৭ টাকার লক্ষ্য মূল্যের সাথে একটি 'অ্যাড' রেটিং দেওয়া হয়েছিল। (REUTERS)
2/4কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের মতে, জোমাটোর স্টকের পতন হলে তা বিনিয়োগকারীদের সামনে কেনার সুযোগ খুলে দিয়েছে। ব্রোকারেজ সংস্থা বলেছে, ‘বাজারের আকর্ষণীয় সুযোগ এবং সম্ভাবনার কারণে জোমাটো-র খাদ্য সরবরাহের ব্যবসা আগামী দশকে বৃদ্ধি পাবে।’ (REUTERS)
3/4জোমাটো-র শেয়ার তাদের রেকর্ড সর্বোচ্চ ১৬৯.১০ টাকার দর থেকে প্রায় ৭৫ শতাংশ নেমে গিয়েছে। একই সময়ে, এটির দাম আইপিও মূল্য ৭৬ টাকা থেকে প্রায় ৪০ শতাংশ কমেছে। ব্রোকারেজ ফার্ম, জেফারিজ জোমাটোর শেয়ারের জন্য ১০০ টাকা টার্গেট মূল্য নির্ধারণ করেছে। এটিকে ‘বাই’ রেটিং দিয়েছে জেফারিজ। (REUTERS)
4/4এদিকে শেয়ার গুরু অশ্বথ দামোদরন জোমাটোর পতন দেখছেন। তাঁর মতে জোমাটোর শেয়ার দর ৩৫.৩২ টাকায় নেমে যেতে পারে। এই স্টকের বর্তমানের দর থেকে আরও ক্ষতির ইঙ্গিত দেয় এই মত। বর্তমানে জোমাটো-র শেয়ার দর ৪৬.১৫ টাকা। (REUTERS)