Zomato Share Target: ‘কিনুন’, দেশি-বিদেশি ব্রোকারেজ সংস্থার পরামর্শ Zomato-র শেয়ার নিয়ে! ‘টার্গেট’ কত?
Updated: 30 Jul 2022, 01:35 PM ISTZomato Share: বিদেশি ব্রোকারেজ জেফেরিজ জোমাটো-র জন্য একটি উচ্চ পর্যায়ের লক্ষ্য নির্ধারণ করেছে ইতিমধ্যেই। আর এবার দেশীয় ব্রোকারেজ সংস্থা কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ দাবি করে যে জোমাটোর স্টকের জন্য সবচেয়ে খারাপ সময় শেষ হয়ে গিয়েছে। ব্রোকারেজ সংস্থার দাবি, এই শেয়ারের দাম এখন বাড়তে পারে। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের বক্তব্য, ‘জোমাটোর শেয়ারের দাম স্থিতিশীল হয়েছে। এই আবহে নিম্ন দরে শেয়ারের কেনাকাটা শুরু হচ্ছে।’