শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার ভারতের সচিন রমেশ তেন্ডুলকর। গোটা ক্রিকেট জীবনে তিনি বরাবর প্রশংসিত হয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির কারণে। দীর্ঘ দুই দশকের ওপর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে মাতিয়েছেন তিনি। সচিন গড়েছেন একের পর এক নজির। তবে কোনও দিনও বিতর্ক তাঁকে স্পর্শ করার সাহসটুকু পর্যন্ত দেখায়নি। খেলার প্রতি তাঁর ভালোবাসা যে কতটা প্রগাঢ় তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। এবার তেমনই এক অজানা ঘটনার কথা শোনালেন তিনি। ১৯৯৮ সালে যেখানে সচিন তেন্ডুলকর প্রত্যাখান করেছিলেন এক বিজ্ঞাপনের প্রস্তাব। কারণ অবশ্যই তাঁর প্রিয় খেলার প্রতি অসম্মান!
আরও পড়ুন… ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ODI দল ঘোষণা করল নিউজিল্যান্ড, দেখে নিন কিউয়ি দলের চমক
ইনফোসিস আয়োজিত এক আলোচনা সভাতে এমন অজানা কাহিনী শোনালেন মাস্টার ব্লাস্টার্স। সচিন তেন্ডুলকর জানিয়েছেন কীভাবে খেলার প্রতি অসম্মানজনক বিজ্ঞাপন হওয়াতে তিনি প্রত্যাখান করে দিয়েছিলেন একটি বিজ্ঞাপন। পরবর্তীতে তাঁর চাপেই স্ক্রিপ্ট বদলাতে বাধ্য হয় বিজ্ঞাপন নির্মাতারা। তিনি জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটেছিল ১৯৯৮ সালে। 'ডেসার্ট স্টর্ম ট্যুর'(মরু ঝড় সফর বনাম অস্ট্রেলিয়া,শারজা) এর পরে ঘটনাটি ঘটে। আমরা ফিরে আসি। একটা বিজ্ঞাপনের শুটের প্রস্তাব আসে। যেখানে ক্রিকেট বল আমার দিকে ধেয়ে আসবে। আমার হাতে থাকবে একটা মাছি মারার যন্ত্র। যা দিয়ে আমি অনায়াসে বলকে মারছি এমনটাই দেখানো হবে। আমি বলগুলোকে স্টেডিয়ামের বাইরে অনায়াসে মেরে পাঠাচ্ছি এটাই দেখানো হত। আমি তৎক্ষণাৎ প্রত্যাখান করি।’
আরও পড়ুন… ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতারে পৌঁছে ছবি শেয়ার করলেন শাস্ত্রী-গাভাসকর-সানিয়া
তিনি আরও যোগ করেন, ‘আমি জানাই স্ক্রিপ্ট বদলাতে হবে। কারণ আমি যে খেলাটা খেলি সেই খেলার প্রতি এটা অসম্মানজনক। আমি আমার খেলাটাকে পূজো করি। স্ক্রিপ্ট পরিবর্তন করা না হলে আমি এই বিজ্ঞাপন করব না। সৌভাগ্যবশত ওরা পরবর্তীতে স্ক্রিপ্ট পরিবর্তন করে। ওই বিজ্ঞাপনটা তারপরে আমি শুট করি। আমি এরপর আর ভাবিনি কোন কিছু নিয়ে। আমি আমার বাড়ি বা কোচের কাছে ফিরে যেতে পারতাম। কিন্তু আমাকে সেটা সেখানও হয়নি। আমাকে সঠিক ভ্যালু সেখানও হয়েছে। আমি সেই গুলোকে সারা জীবন আমার সঙ্গে নিয়ে চলব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।