বড় টুর্নামেন্টের আসরে সচরাচর এমনটা চোখে পড়ে। খেতাবের দৌড়ে থাকা কোনও দল যখন অল্পের জন্য হেরে বিশ্বকাপের থেকে ছিটকে যায়, খেলোয়াড়দের মাঠের মধ্যেই ভেঙে পড়তে দেখা যায়। লড়াই করেও হারতে হলে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে খেলোয়াড়দের চোখে জল আসা নিতান্ত স্বাভাবিক ঘটনা।
হতে পারে তারা খেতাবের দৌড়ে ফেভারিট ছিল না, তবে মালয়েশিয়ার ক্রিকেট দলের কাছে চলতি এশিয়ান গেমস বিশ্বকাপের থেকে কোনও অংশে কম নয়। তারা গ্রুপ লিগে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষ ছিল নিজেদের তুলনায় অনেক শক্তিশালী বাংলাদেশ। তবে শেষ আটে যেরকম লড়াই চালায় মালয়েশিয়া, তা ক্রিকেটপ্রেমীদের কুর্নিশ আদায় করে নেবে নিশ্চিত।
নিতান্ত অল্পের জন্য সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয় মালয়েশিয়ার। রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ২ রানের জন্য ম্যাচ হারতে হয় তাদের। সঙ্গত কারণেই এভাবে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মালয়েশিয়ার ক্রিকেটারদের।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ম্যাচ শুরুর ৩ ওভারের মধ্যে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে। বিপর্যয় কাটিয়ে কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৬ রান তোলে।
১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্যাপ্টেন সইফ হাসান। এছাড়া আফিফ হোসেন ২৩, শাহাদত হোসেন ২১ ও জাকের আলি অপরাজিত ১৪ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১ রান করে আউট হন জাকির হাসান।
মালয়েশিয়ার হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন পবনদীপ সিং। ১টি করে উইকেট নেন বিজয় উন্নি ও আনোয়ার রহমান।
পালটা ব্যাট করতে নেমে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৪ রানে আটকে যায়। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৫ রান দরকার ছিল তাদের। তবে আফিফের শেষ ওভারে ২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি মালয়েশিয়া। ফলে তীরে এসে তরী ডোবে তাদের।
৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলেন বীরনদীপ সিং। শায়েদ আজাজ করেন ২০ রান। বিজয় উন্নি ১৪ ও আইনূল হাফিজ ১৪ রানের যোগদান রাখেন। বাংলাদেশের আফিফ হোসেন ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ১৪ রানে ৩টি উইকেট নেন রিপন মণ্ডল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।