শুভব্রত মুখার্জি:- ভারতীয় জিমন্যাস্টিক্সের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা দীপা কর্মকার। ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে তাঁর পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছিল গোটা জিমন্যাস্টিক্সের দুনিয়ার। আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে একেবারে সমানে সমানে লড়াই করেছিলেন সেবার। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। তাঁর প্রদুনোভা রুটিন নজর কেড়েছিল সকলের। এরপরেই চোটের কবলে পড়তে হয় তাঁকে। দীর্ঘদিন তিনি চোটের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। আর ফিট হয়ে দীর্ঘ আট বছর বাদে জাতীয় পর্যায়ে সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ফিরছেন তিনি।
দীর্ঘদিন বাদে ফের জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিক্সের ফ্লোরে ফিরছেন তিনি। সেখানে তাঁর লড়াইটা মোটেও সহজ হবে না। টোকিও অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা প্রণতি নায়েকদের সঙ্গে রীতিমতো কঠিন লড়াই লড়তে হবে তাঁকে। এছাড়াও এবারের জাতীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে পুরুষ বিভাগে অংশ নেবেন তপন মোহান্তি, সাইফ তাম্বোলি, যোগেশ্বর সিং, রাকেশ পাত্র , গৌরব কুমারের মতন প্রতিযোগীরা। ২০১৫ সালে দীপা শেষবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। তারপর চোট সহ বিভিন্ন কারণে তাঁর আর খেলা হয়ে ওঠেনি। এরপর আট বছরের ব্যবধানের পরবর্তীতে ফের তিনি ফিরছেন জিমন্যাস্টিক্সের জাতীয় স্তরে।
দীপার পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন তাঁর অলিম্পিয়ান কোচ বিশ্বেশ্বর নন্দীও। তিনি আশা রাখছেন ৩০ বছর বয়সী তাঁর ছাত্রী আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনে সমর্থ হবেন। উল্লেখ্য দীপার হাঁটুর সমস্যা তাঁকে বারবার ভুগিয়েছে। যা থেকে আপাততভাবে সেরে উঠেছেন তিনি। প্যারিস অলিম্পিক গেমসের যে নির্বাচনী ট্রায়াল হবে তাতে তাঁর পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।এখানে তাঁর পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে তাঁর প্যারিস যাওয়া বা না যাওয়া। ছাত্রীকে নিয়ে বলতে গিয়ে কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, ‘দীপা ধীরে ধীরে তাঁর ১০০ শতাংশ ফিটনেসের কাছাকাছি পৌঁছাচ্ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে ও অংশ নেবে।’ উল্লেখ্য সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের ট্রায়ালেও দীপা শীর্ষস্থানে শেষ করেছিলেন। তবে সাইয়ের বেঁধে দেওয়া যোগ্যতামান পেরতে না পারার ফলে তাঁকে এশিয়াডে পাঠানো হয়নি। যা নিয়ে কম বিতর্ক হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।