বাংলা নিউজ > ময়দান > দুরন্ত হরমনপ্রীত সিং, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হকিতে বড় জয় ভারতের

দুরন্ত হরমনপ্রীত সিং, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হকিতে বড় জয় ভারতের

হকিতে বড় জয় ভারতের

ম‌্যাচে ৩৬, ৫২, ৬০ এবং ৬১ মিনিটে নিজের চারটি গোল করেছেন হরমনপ্রীত।

শুভব্রত মুখার্জি: এফআইএইচ আয়োজিত মেন্স প্রো লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় সিনিয়র হকি দল। ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন ভারতের ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং। তিনি ভারতের হয়ে এদিন ম্যাচে চারটি গোল করেছেন। ভারত ১০-২ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে।

ম‌্যাচে ৩৬, ৫২, ৬০ এবং ৬১ মিনিটে নিজের চারটি গোল করেছেন হরমনপ্রীত। এছাড়াও ১৫ মিনিটে সুরিন্দর কুমার, ২৮ মিনিটে মনদীপ সিং, ৪৫ মিনিটে সুমিত, ৫৬ মিনিটে সামসের সিং ভারতের হয়ে গোল করেন। এছাড়া ম্যাচে জোড়া গোল করেছেন শিলানন্দ লাকরা। ২৭ এবং ৪৮ মিনিটে ভারতের হয়ে দুটি গোল করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ মিনিটে ড্যানিয়েল বেল এবং ৫৩ মিনিটে কোনর বিউচ্যাম্প দুটি গোল করলেও ম্যাচে ভারতের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল।

এদিন ম্যাচে দুই দল বেশ আক্রমণাত্মক হকি খেলে। ম্যাচের প্রথম মিনিটেই ভারতের হয়ে পেনাল্টি কর্নার ছিনিয়ে নিয়েছিলেন হরমনপ্রীত। যদিও তিনি গোল করতে সক্ষম হননি। এদিন ম্যাচে অবশ্য লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১২ মিনিটে ড্যানিয়েল বেলের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তারপর অবশ্য ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। বিরতিতে ৩-১ গোলে এগিয়ে ছিল ভারত। পরবর্তীতে কার্যত একপেশে ম্যাচের সাক্ষী থাকে দর্শকরা। ফেব্রুয়ারি মাসের ২৬ এবং ২৭ তারিখ ঘরের মাটিতে পরবর্তী লেগে স্পেনের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হবে এই খেলা দু'টি।

বন্ধ করুন