বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreyas Talpade: কোভিড-19 ভ্য়াকসিন নেওয়ার পর আমি ক্লান্ত বোধ করছিলাম, হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম: শ্রেয়স

Shreyas Talpade: কোভিড-19 ভ্য়াকসিন নেওয়ার পর আমি ক্লান্ত বোধ করছিলাম, হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম: শ্রেয়স

শ্রেয়স তালপাড়ে

শ্রেয়স তালপাড়ে জানিয়েছেন, কোভিড-১৯ টিকা নেওয়ার পরেই তিনি কিছুটা ক্লান্তি অনুভব করতে শুরু করেন।

গত বছর ডিসেম্বরের ঘটনা। একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন শ্রেয়স তালপাড়ে। হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ঘটনার পরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন শ্রেয়স। সেসময় বলেছিলেন, ‘ক্লিনিক্যালি আমি মরে গিয়েছিলাম।  আমার হার্ট অ্যাটাকটা মারাত্মক ছিল। এটা যেন জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিল।’ সম্প্রতি লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার সেবিষয়েই মুখ খুলেছেন শ্রেয়স তালপাড়ে।

অভিনেতা বলেন, ভ্যাকসিন নেওয়ার পর মানুষ যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাতে তিনি এই তত্ত্ব উড়িয়ে দিতে পারেন না।

নিজের স্বাস্থ্য নিয়ে ঠিক কী বলেন শ্রেয়াস?

শ্রেয়স বলেন, 'আমি ধূমপান করি না। আমি নিয়মিত মদ্যপানও করি না, আমি সম্ভবত মাসে একবার পান করি। তামাক কখনওই খাই না। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে এখন সেটা স্বাভাবিক। আমি এর জন্য ওষুধ খাচ্ছিলাম আর তাই এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই ঠিক হয়েছে। এসেছিল। আমার কোনও ডায়াবেটিস নেই, ব্লাড প্রেসারও নেই। তাহলে এই হৃদরোগের কী কারণ হতে পারে? 

আরও পড়ুন-২০ বছর আগে! ১৫ বছরের মেয়েটি দূরদর্শনের পর্দায় গান গেয়েছিলেন, নেটপাড়া বলছে, পরিণীতি একটুও বদলাননি

কোভিড-১৯ টিকা নেওয়ার কারণেই কি হার্ট অ্যাটাক?

শ্রেয়স আরও বলেন, ‘আমি এই তত্ত্বও উড়িয়ে দিচ্ছি না। কোভিড-১৯ টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই এই তত্ত্বে কিছুটা পরিমাণে সত্যতা থাকলেও থাকতে পারে। হতেই পারে এটা কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়েছে। তবে সেটা ঘটে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণটা আমরা সত্যিই জানা নেই যে আমার দেহের ভিতরে কী কারণে কী ঘটেছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। তবে কোভিড পিরিয়ডের আগে এমন ঘটনা শুনিনি।’ 

শ্রেয়স আরও বলেন যে তিনি জানতে চান ভ্যাকসিন আমাদের শরীরের সঙ্গে ঠিক কী ঘটিয়েছে। তবে সত্যিই এটা কোভিড -১৯ ভ্যাকসিনের কারণে ঘটেছে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। কারণ তাঁর কাছে এবিষয়ে ‘পর্যাপ্ত প্রমাণ নেই, তাই কোনও বিবৃতি দেওয়া অর্থহীন’। সবশেষে তিনি বলেন, তিনি সত্যিই এবিষয়ে জানতে চান, ঠিক কী কারণে কী ঘটেছে।

গত বছর (২০২৩) ১৪ ডিসেম্বর মুম্বইয়ে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর শ্যুটিংয়ের পর হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়াস। মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে এনঞ্জিওপ্লাস্টি করানো হয় অভিনেতার।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.