বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal Transfer News: মন্দার রাও দেশাইকে ঘরে তুলল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে লাল হলুদ ব্রিগেডের চ্যালেঞ্জ

East Bengal Transfer News: মন্দার রাও দেশাইকে ঘরে তুলল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে লাল হলুদ ব্রিগেডের চ্যালেঞ্জ

ইস্টবেঙ্গলে মন্দার রাও দেশাই (ছবি-ইস্টবেঙ্গল টুইটার)

দল বদলের বাজারে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জালে ধরা দিলেন মন্দার রাও দেশাই। কয়েক দিন ধরেই খবরটা আগুনের মতো কলকাতা ময়দানে ছড়িয়ে ছিল যে তারকা ভারতীয় ফুটবলারদের সই করাতে তৈরি লাল হলুদ ব্রিগেড। 

দল বদলের বাজারে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জালে ধরা দিলেন মন্দার রাও দেশাই। কয়েক দিন ধরেই খবরটা আগুনের মতো কলকাতা ময়দানে ছড়িয়ে ছিল যে তারকা ভারতীয় ফুটবলারদের সই করাতে তৈরি লাল হলুদ ব্রিগেড। হরমনজ্যোৎ সিং খাবড়াকে আগেই ঘরে ফিরে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। এবার মুম্বই-এর জাল থেকে তুলে নিল লেফ্ট ব্যাক উইংঙ্গার মন্দার রাও দেশাইকে। নিজেদের সোশ্যাল মিডিয়াতে তারই ভিডিয়ো পোস্ট করেছে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তারা মন্দার রাও দেশাই-এর সই করার মুহূর্ত তুলে ধরেছে।

গোয়ার ছেলে মান্দার রাও দেশাই প্রথমে ডেম্পো, গোয়া হয়ে লোনে ২০১৬-১৭ সালে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তবে সবটাই গোয়ার থেকে লোনে গিয়ে খেলেছিলেন তিনি। শেষে ২০২০ সাল থেকে ২০২৩ এর উইন্ডো ক্লোজ হওয়া পর্যন্ত মুম্বইয়ে ছিলেন তিনি। এবার সেই মান্দার ইস্টবেঙ্গল জার্সি গায়ে তুলতে চলেছেন। ২০২০ সালে মুম্বই সিটিতে চলে আসেন মান্দার রাও দেশাই এবং ২০২০-২১ মরশুমের চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর দল। পরে তিনি ক্লাবের ২০২২ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন।

ইস্টবেঙ্গলের চুক্তি পত্রের ভিডিয়ো প্রকাশটি একটি বাংলা গানের মাধ্যমে তুলে ধরেছে ইস্টবেহ্গল ক্লাব। এই ভিডিয়োতে মান্দার রাও দেশাই-এর পুরো পরিবারকে দেখা যাচ্ছে যখন সে চুক্তি পত্রে সই করতে যাচ্ছেন সেখানে রাখা একটি কাগজে একটি বার্তা লেখা ছিল। সেই বার্তায় লেখাছিল, শেষের পরেই নতুন শুরু হয়। এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মান্দার রাও দেশাই-এর অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত তো পরিষ্কার বলে দিয়েছেন, ‘মন্দারের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এতে নিঃসন্দেহে আমাদের দলের শক্তি বাড়বে।’ মন্দার আবার বাঁ-দিক থেকে আক্রমণ তৈরি করার ব্যাপারে অভিজ্ঞ। ইন্ডিয়ান সুপার লিগে তিনি ১০০ ম্যাচ খেলে ফেলেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। এদিকে খাবারকেও সই করিয়ে শক্তিকে বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। খাবড়া ইস্টবেঙ্গল সমর্থকদের অত্যন্ত কাছের ফুটবলার। অতীতে প্রায় সাত বছর তিনি টানা খেলেছেন লাল হলুদে। কলকাতা লিগ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড জিতেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে। কলকাতা ডার্বিতেও গোল রয়েছে তাঁর। বয়স হয়ে গেলেও খাবরা নিজের ফিটনেস ধরে রেখেছেন।

ইস্টবেঙ্গলে ফিরে খাবরা বলেছেন, ‘ঘরে ফিরতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। আবার সেসব দিন ফিরে পাওয়ার সুযোগ এসেছে।’ মন্দার জানিয়েছেন, তিনি ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ নিতে তৈরি। জানা গিয়েছে খাবড়া এবং মন্দার রাও দেশাইয়ের সঙ্গে ২০২৩-২৪ মরশুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে ইস্টবেঙ্গল। নতুন মরশুম শুরুর আগেই নতুন কোচ নিয়ে এসে দল গঠনে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। কার্লস কুয়াদ্রাত নিজের মতো করে দল গুছিয়ে নিচ্ছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.