বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EBFC vs BFC, ISL 2023-24: আরও একটি ফাইনাল খেলতে নামছি- বেঙ্গালুরুকে সমীহ করলেও, কুয়াদ্রাতের ভাবনায় শুধুই প্লে-অফ

EBFC vs BFC, ISL 2023-24: আরও একটি ফাইনাল খেলতে নামছি- বেঙ্গালুরুকে সমীহ করলেও, কুয়াদ্রাতের ভাবনায় শুধুই প্লে-অফ

বেঙ্গালুরুকে সমীহ করলেও, কার্লেস কুয়াদ্রাতের ভাবনায় এখন শুধুই প্লে-অফ।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ে ফিরে ছ'নম্বর জায়গার দৌড়ে ইস্টবেঙ্গলের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়েছে। ২১ পয়েন্ট নিয়ে তারা এখন ISL টেবলের আট নম্বরে। ছ'নম্বরে থাকা চেন্নাইয়িন এফসি (২৪) এবং সাতে থাকা বেঙ্গালুরু এফসি-র (২২) পরেই। বেঙ্গালুরুকে হারাতে পারলেই, চেন্নাইয়িনকে ছুঁয়ে ফেলবে লাল-হলুদ বাহিনী।

ইস্টবেঙ্গলের কাছে এখন সব ম্যাচই ফাইনাল। প্লে-অফের জটিল অঙ্ক মেলাতে হলে, আগে নিজেদের সব ম্যাচ জিততে হবে, তার পর তো অন্যদের ফলের উপর নির্ভর করার বিষয়। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাই জয়ের লক্ষ্য নিয়েই নামবে লাল-হলুদ বাহিনী। আর বেঙ্গালুরুকে হারাতে পারলে, কার্লেস কুয়াদ্রাতের দলের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। কারণ সুনীল ছেত্রীদের দলও প্লে-অফে ওঠার লড়াই করছে। তারা হারলে, আখেরে সব দিক থেকে লাভ ইস্টবেঙ্গলের।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বলেন, ‘দলের ছেলেরা যথেষ্ট উজ্জীবিত। গত ম্যাচের আগেও আমরা নিজেদের মধ্যে অনেক ভালো ভালো কথা বলেছিলাম। যেখানে আমি বলেছিলাম, এখন আমাদের ঠিক কী করতে হবে। তাই আমি বেঞ্চে না থাকলেও, কোনও সমস্যা হয়নি। কারণ, ওদের কী করতে হবে, তা জানা ছিল। বেঙ্গালুরু ম্যাচের ব্যাপারটা একই। ছেলেরা উজ্জীবিত হয়েই মাঠে নামবে। কারণ, ওরা জানে যে মরশুমের শেষটা এমনই হওয়ার কথা ছিল আমাদের। সারা মরশুম আমরা যে পরিশ্রম করেছি, তা মরশুমের শেষে ভাল কিছু পাওয়ার জন্যই। আমরা যদি ছ’নম্বর জায়গাটা সুরক্ষিত করতে পারি, তা হলে সেই ভালো জিনিসটাই পাওয়া যাবে।’

আরও পড়ুন: গোল করে দিমি বাগানের লিগ শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখলেন, সঙ্গে রয় কৃষ্ণের রেকর্ড ভেঙে ইতিহাসে পেত্রাতোস

সুনীল ছেত্রীরা এ বার লিগে মোটেই ভালো এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে গত ম্যাচে ওড়িশা এফসি-র মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায়, তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। এই মাসের প্রথম সপ্তাহে কেরালা ব্লাস্টার্সকেও হারিয়েছে তারা। হায়দরাবাদের বিরুদ্ধেও জিতেছে। এই সাফল্যগুলিই তাদের ফের ছ'নম্বরের দৌড়ে উজ্জ্বল করে তুলেছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে যে লড়াইটা সহজ হবে না, সেটা বিলক্ষণ জানেন কুয়াদ্রাত।

আরও পড়ুন: ভারতের জাতীয় সঙ্গীত গান, অনর্গল হিন্দি বলেন, বিদেশি হয়েও এই দেশের প্রতি এত টান কেন রয় কৃষ্ণের?

তিনি বলেছেন, ‘অনেকগুলো দলই প্লে-অফে ওঠার জন্য লড়াই করছে এবং প্রত্যেক দলই মনে করে, এই জায়গাটা তাদের প্রাপ্য। তাই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসড থাকতে হবে এবং বেঙ্গালুরুর মতো একটা ভাল দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। ওদের দলে ভালো ভালো ফুটবলার আছে। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি আমরা। তবে প্রস্তুতির জন্য বেশি সময় পাইনি আমরা। কেরালা থেকে সদ্য ফিরেছি। তবে সারা বছর ধরে যে পরিশ্রম করেছে ছেলেরা, তারই প্রভাব পড়ছে এখনকার পারফরম্যান্সে।’

আরও পড়ুন: পঞ্জাব এফসি-র তালালকে আগামী ২ বছরের চুক্তিতে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল- রিপোর্ট

এই মরশুমে প্রথম বারের সাক্ষাতে বেঙ্গালুরু এফসি-র কাছে হারতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। রবিবার ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ কোচের দাবি, ‘প্রতিশোধের কোনও ব্যাপার নেই এখানে। আমরা দুই দলই প্লে অফে জায়গা তৈরি করার জন্য ম্যাচটা খেলব। আমরা তো এই ম্যাচটাকে ফাইনালের মতো ধরছি। আমার বিশ্বাস, ওরাও এই ম্যাচটিকে ফাইনাল হিসেবেই নিচ্ছে। তাই নিজেদের সেরাটা দিয়ে সাফল্য অর্জন করতে হবে। কেরালার বিরুদ্ধেও এটাই হয়েছিল। ম্যাচটা কঠিন ছিল। আশা করি, এই ম্যাচেও পারব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.