বাংলা নিউজ > ময়দান > ডার্বিতে ৫ গোল হজম করা ইস্টবেঙ্গলের গোলরক্ষককে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন মোহনবাগানের কোচ বাস্তব-অভ্র

ডার্বিতে ৫ গোল হজম করা ইস্টবেঙ্গলের গোলরক্ষককে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন মোহনবাগানের কোচ বাস্তব-অভ্র

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৫-১ গোলে জিতল মোহনবাগান (ছবি-ফেসবুক মোহনবাগান)

লাল-হলুদ গোলকিপার রণিত সরকার ম্যাচের শেষে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তাঁকে কাঁদতে দেখে এগিয়ে যান বাস্তব রায় ও অভ্র মণ্ডল। ইস্টবেঙ্গল গোলকিপার রণিতের পিঠে হাত রাখেন তাঁরা এবং সান্ত্বনা দেন তরুণ ইস্টবেঙ্গল গোলরক্ষককে।

মাঠের লড়াই মাঠেই থাক। মাঠের বাইরে দৃষ্টান্ত হয়ে থেকে যাক মোহনবাগান যুব দলের কোচ বাস্তব রায়ের ‘গুরুমন্ত্র’। প্রতিপক্ষ দলের বিধ্বস্ত গোলকিপারকে জীবনের পাঠ দিলেন সবুজ-মেরুনের কোচ। আসলে সিনিয়র ফুটবলে এ মরশুমের মতো ডার্বি শেষ হয়ে গিয়েছে। এ বার ছোটদের ডার্বিতে মস্তানি করল মোহনবাগান। কার্যত পচাত্তরের স্মৃতি ফিরিয়ে আনলেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা। ইস্টবেঙ্গলকে ৫ গোলের মালা পরাল মোহনবাগান।

আরও পড়ুন… IPL 2024: যখন KKR ছাড়ব, তখন দলটা আরও উচ্চতায় চলে যাবে, আগমনীতেই কেন বিদায়ের সুর গৌতির গলায়

আরএফডিএল যুব ডার্বিতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ গোলকিপার রণিত সরকার ম্যাচের শেষে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তাঁকে কাঁদতে দেখে এগিয়ে যান বাস্তব রায় ও অভ্র মণ্ডল। ইস্টবেঙ্গল গোলকিপার রণিতের পিঠে হাত রাখেন তাঁরা এবং সান্ত্বনা দেন তরুণ ইস্টবেঙ্গল গোলরক্ষককে।

আরও পড়ুন… IPL 2024: ট্রেনিং সেশনে কোহলির নতুন অবতার, ব্যাটিং ছেড়ে ম্য়াক্সওয়েলেরে সঙ্গে ফুটবলে মাতলেন বিরাট

সেই সময়ে বাস্তব রায় বলেন, ‘এখানেই সব কিছু শেষ নয়। এটা তো ডেভেলপমেন্ট লিগ। খেলতে খেলতেই শিখতে হবে। ও কান্নায় ভেঙে পড়েছিল। সেটাই স্বাভাবিক। ও যখন ভেঙে পড়েছে, তখন ওকে গিয়ে আমি ছাড়া আর কেইবা বুস্ট আপ করবে। ওকে বলেছি, এই ম্যাচটা যা হওয়ার হয়ে গিয়েছে, পরের ম্যাচটায় তোমাকে ক্লিন শিট রাখতে হবে। আমার পক্ষে যতটা উৎসাহ দেওয়া সম্ভব, সেটা করে এসেছি।’ এখানেই শেষ নয়, বাস্তব রায় আরও বলেন, ‘এই ধরনের লিগ থেকেই তো শিখতে হবে। যত শিখবে ততই মানসিকতা তৈরি হবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচে মানসিকতাই তো আসল ব্যাপার। ভেঙে পড়লে চলবে না।’

আরও পড়ুন… ভেঙে দেওয়া হল অ্যাডহক কমিটি, ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের হাতে গেল WFI-এর নিয়ন্ত্রণ

এদিকে রণিত সরকারের পাশে দাঁড়িয়েছেন মোহনবাগানের যুব দলের গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল। তিনিও একটা সময়ে সিনিয়র ফুটবল দলের হয়ে পাঁচ গোল হজম করেছিলেন। তিনি জানেন পাঁচ গোল হজম করার পরে মনে কী অবস্থা হয়। এই দিন রণিত সরকারের পাশে দাঁড়িয়ে অভ্র মণ্ডল জানান, ‘সত্যি বলতে আমি জানি ডার্বিতে পাঁচ গোল হজম করার পরে গোলকিপারর মনের কী অবস্থা হয়। আমি নিজেও সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। রণিতের কেরিয়ার সবে শুরু হয়েছে। ওকে বলেছি এই ম্যাচটা ভুলে যাও, পরের ম্যাচে দিকে তাকাও। পরবর্তী সুযোগে নিজের সেরাটা দিও।’ অভ্র মণ্ডল আরও বলেছেন, ‘বিশ্ব ফুটবলে পাঁচ-ছয় গোল হজম করাটা বড় ইস্যু নয়। অনেক নামী গোলকিপার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ গোল খেয়েছে। কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তোমাকেও সেটা করতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস 'জল ভেবে আন্দোলনের আগুনে কেরোসিন ঢেলে দিয়েছেন… সবের মূলে মমতা,' লিখলেন অমিত লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.