বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MBSG vs NEUFC, ISL 2023-24: পিছিয়ে পড়েও দুরন্ত জয়- প্লেয়ারদের দায়বদ্ধতা এবং মনের জোরের প্রশংসা করলেন হাবাস

MBSG vs NEUFC, ISL 2023-24: পিছিয়ে পড়েও দুরন্ত জয়- প্লেয়ারদের দায়বদ্ধতা এবং মনের জোরের প্রশংসা করলেন হাবাস

আন্তোনিয়ো লোপেজ হাবাস।

১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবলের দুই নম্বরে উঠে এসেছে মোহনবাগান এসজি। পিছনে ফেলে দিয়েছে এফসি গোয়াকে। এ বার তাদের সামনে শুধু ওড়িশা এফসি, ১৫ ম্যাচে যাদের সংগ্রহ ৩১ পয়েন্ট।

আরও একটি ম্যাচে জয়। এই নিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান এসজি। শনিবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে দেয় সবুজ-মেরুন ব্রিগেড। আন্তোনিয়ো লোপেস হাবাস কোচ হয়ে আসার পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে বাগান। সেই জয়ের ফলে পয়েন্ট তালিকাতেও সুবিধা হল তাদের। গোয়াকে টপকে দু’নম্বরে উঠে এসেছে মোহনবাগান।

শুরুতেই গোল খেয়েও চাপে পড়ে যায়নি তাঁর দল। আর এটাই স্বস্তি দিচ্ছে হাবাসকে। ম্যাচের পরে স্প্যানিশ কোচ সাংবাদিকদের বলেন, ‘এদিনের জয়ে দলের ছেলেদের শক্তি, দায়বদ্ধতা এবং মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মুহূর্তে আমাদের দলটা দুর্দান্ত জায়গায় রয়েছে বলেই আমার বিশ্বাস।’

শনিবার সন্ধ্যায় ছ’মিনিটের মাথায় টমি জুরিকের পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। সেই ধাক্কা সামলে প্রথমার্ধের বাড়তি সময়ে চার মিনিটের মধ্যে পরপর দু’টি গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো ও জেসন কামিন্স। বিরতির পর ফের পাঁচ মিনিটের মধ্যে গোল করে সমতা আনেন জুরিক। কিন্তু এর তিন মিনিট পরে আবার ব্যবধান তৈরি করেন দিমিত্রি পেত্রাতোস এবং ৫৭ মিনিটের মাথায় সেই ব্যবধান আরও বাড়ান সাহাল আব্দুল সামাদ।

শুরুতে গোল খাওয়ার ধাক্কা সামলানোটা কঠিন ছিল, তা মেনে নিয়ে হাবাস বলেছেন, ‘প্রথম গোল খাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের হাতে অনেক সময় ছিল। যদিও শুরুতেই এমন একটা ধাক্কা সামলানো কঠিন। কিন্তু আমাদের দল যথেষ্ট শক্তিশালী। নিজেদের ভাবনা-চিন্তার উপর যথেষ্ট আস্থা আছে আমাদের খেলোয়াড়দের। সেই জন্যই পরে আর কোনও সমস্যা হয়নি।’

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে উঠে এল তারা। পিছনে ফেলে দিল এফসি গোয়াকে। এ বার তাদের সামনে শুধু ওড়িশা এফসি, ১৫ ম্যাচে যাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। শেষ তিন ম্যাচে বাগানের পারফরম্যান্সে স্বস্তি ফিরেছে। চেনা ছন্দে পাওয়া যাচ্ছে তাদের। তবে হাবাসের লক্ষ্য এখন শুধুই আইএসএল ফাইনাল। তিনি বলেছেন, ‘যখন ফাইনালে পৌঁছব, তখন নিজেকে সুখী মনে করব। এখন এটাই স্বাভাবিক ব্যাপার। এটা আমার কাজের মধ্যেই পড়ে। জেতার পরে উচ্ছ্বাসে ভেসে যাওয়া বা হেরে গেলে প্রচণ্ড ক্ষিপ্ত হওয়া কোনওটাই ভালো নয়। এর মধ্যে ভারসাম্য দরকার। এটাই আমার সিক্রেট।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.