মোহনবাগান কলকাতা লিগের সুপার সিক্স পর্বে উঠলেও, তারা মোটেও ভালো ছন্দে নেই। তা না হলে রবিবার প্রায় এক ঘণ্টা দশ জনের ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলেও একটা গোলও করতে পারল না তারা! ফিনিশারের অভাবটাই মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট করে ০-১ হেরে তার খেসারত দিল। আগের ম্যাচেই মহমেডানের সঙ্গে ড্র করেছিল, তার পরেই ডায়মন্ড হারবারের কাছে হার।
নিঃসন্দেহে রবিবার ডায়মন্ড হারবারের কৃতিত্ব একশো শতাংশ। ম্যাচের একেবারে শুরুতে ৪২ সেকেন্ডে সুপ্রিয় পন্ডিতের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তার পর গোটা ম্যাচ জুড়ে ডিফেন্স সামলে সেই গোল ধরে রাখল। প্রতি আক্রমণে এক-দু'টো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে দশ জন হয়ে পড়ায় বাড়তি ঝুঁকি না নিয়ে বেশিটা সময়ে রক্ষণ সামলে বাগানকে গোলের মুখ খুলতে দেয়নি কিবু ভিকুনার দল।
মোহনবাগান কিন্তু আক্রমণে উঠেছিল, গোল করার মরিয়া চেষ্টাও করেছিল। কিন্তু জালে বল জড়াতে পারেনি। তবে কি ফিনিশ করার লোকের অভাবেই ডুবছে মোহনবাগান? কলকাতা লিগের জন্য দলকে কোচিং করাচ্ছেন বাস্তব রায়। তিনি বলেছেন, ‘গোলের সুযোগ তৈরি হলেও, গোল হয়নি। ওদের দলের (ডায়মন্ড হারবার) গোলকিপার ম্যাচের সেরা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু গোলগুলো হয়নি। তবে এই নিয়ে আমাকে প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হবে।’
আরও পড়ুন: অনুশীলন ছাড়াই খেলতে হবে প্রথম ম্যাচ, চিনের বিরুদ্ধে সম্ভবত দলে থাকবে না সুনীল, সন্দেশ
এদিকে মোহনবাগান সুপার সিক্সে গেলেও এই হারের ফলে খেতাব দৌড়ে পিছিয়ে পড়ল। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট মহমেডান এবং ডায়মন্ড হারবারের। সেখানে ২৪ পয়েন্টেই আটকে থাকল মোহনবাগান। এক নম্বরে থাকা ইস্টবেঙ্গলের থেকে ৬ পয়েন্টের পার্থক্য। অন্যদিকে আবির্ভাবেই চমক ডায়মন্ড হারবারের। মহমেডানের পর কিবু ভিকুনার দল হারাল মোহনবাগানকে। দু'টোই স্প্যানিশ কোচের প্রাক্তন দল। বাগানকে আই লিগ জিতিয়েছিলেন কিবু। ডায়মন্ড হারবারের দায়িত্ব নিয়েই চমক দিলেন। ইস্টবেঙ্গল, মহমেডানের পাশাপাশি খেতাব দৌড়ে প্রবল ভাবে থাকল ডায়মন্ড হারবার। ৩৬ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন অয়ন মণ্ডল। ম্যাচের বাকি সময়ে ডায়মন্ড হারবারকে দশ জনে পেয়েও সমতা ফেরাতে ব্যর্থ মোহনবাগান। যার ফল হেরে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বাগানকে।
সুপার সিক্সের লড়াইটা যে বাগানের জন্য কঠিন হয়ে গিয়েছে, তা মেনে নিলেন বাস্তব। তাঁর মতে, ‘মহমেডানের সঙ্গে ড্রয়ের পর, ডায়মন্ড হারবারের কাছে হার। এটা আমাদের দলের জন্য বড় ধাক্কা হয়ে গিয়েছে। সুপার সিক্সের লড়াইয়ে এখন নিজেদের সব ম্যাচে জিততে তো হবেই। সেই সঙ্গে অন্য দলের পয়েন্ট নষ্টের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।