বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সুপার সিক্সের লড়াইটা কতটা কঠিন হয়ে গেল, কিবুর দলের কাছে হেরে উপলব্ধি মোহনবাগান কোচের

সুপার সিক্সের লড়াইটা কতটা কঠিন হয়ে গেল, কিবুর দলের কাছে হেরে উপলব্ধি মোহনবাগান কোচের

মোহনবাগানের সুপার সিক্সের লড়াই মারাত্মক কঠিন হয়ে গেল।

মোহনবাগান সুপার সিক্সে গেলেও ডায়মন্ড হারবারের কাছে হারের ফলে খেতাব দৌড়ে পিছিয়ে পড়ল তারা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট মহমেডান এবং ডায়মন্ড হারবারের। সেখানে ২৪ পয়েন্টেই আটকে থাকল মোহনবাগান। এক নম্বরে থাকা ইস্টবেঙ্গলের থেকে ৬ পয়েন্টের পার্থক্য সবুজ-মেরুনের।

মোহনবাগান কলকাতা লিগের সুপার সিক্স পর্বে উঠলেও, তারা মোটেও ভালো ছন্দে নেই। তা না হলে রবিবার প্রায় এক ঘণ্টা দশ জনের ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলেও একটা গোলও করতে পারল না তারা! ফিনিশারের অভাবটাই মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার ফলে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট করে ০-১ হেরে তার খেসারত দিল। আগের ম্যাচেই মহমেডানের সঙ্গে ড্র করেছিল, তার পরেই ডায়মন্ড হারবারের কাছে হার।

নিঃসন্দেহে রবিবার ডায়মন্ড হারবারের কৃতিত্ব একশো শতাংশ। ম্যাচের একেবারে শুরুতে ৪২ সেকেন্ডে সুপ্রিয় পন্ডিতের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তার পর গোটা ম্যাচ জুড়ে ডিফেন্স সামলে সেই গোল ধরে রাখল। প্রতি আক্রমণে এক-দু'টো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে দশ জন হয়ে পড়ায় বাড়তি ঝুঁকি না নিয়ে বেশিটা সময়ে রক্ষণ সামলে বাগানকে গোলের মুখ খুলতে দেয়নি কিবু ভিকুনার দল।

আরও পড়ুন: ধুতি পরে, রেডিও চালিয়ে খবরের কাগজ হাতে চায়ে চুমুক, ইলিশ দেখেই হাসি হল চওড়া, কী করে ভোল এতটা বদলালেন কুয়াদ্রাত?- ভিডিয়ো

মোহনবাগান কিন্তু আক্রমণে উঠেছিল, গোল করার মরিয়া চেষ্টাও করেছিল। কিন্তু জালে বল জড়াতে পারেনি। তবে কি ফিনিশ করার লোকের অভাবেই ডুবছে মোহনবাগান? কলকাতা লিগের জন্য দলকে কোচিং করাচ্ছেন বাস্তব রায়। তিনি বলেছেন, ‘গোলের সুযোগ তৈরি হলেও, গোল হয়নি। ওদের দলের (ডায়মন্ড হারবার) গোলকিপার ম্যাচের সেরা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু গোলগুলো হয়নি। তবে এই নিয়ে আমাকে প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হবে।’

আরও পড়ুন: অনুশীলন ছাড়াই খেলতে হবে প্রথম ম্যাচ, চিনের বিরুদ্ধে সম্ভবত দলে থাকবে না সুনীল, সন্দেশ

এদিকে মোহনবাগান সুপার সিক্সে গেলেও এই হারের ফলে খেতাব দৌড়ে পিছিয়ে পড়ল। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট মহমেডান এবং ডায়মন্ড হারবারের। সেখানে ২৪ পয়েন্টেই আটকে থাকল মোহনবাগান। এক নম্বরে থাকা ইস্টবেঙ্গলের থেকে ৬ পয়েন্টের পার্থক্য। অন্যদিকে আবির্ভাবেই চমক ডায়মন্ড হারবারের। মহমেডানের পর কিবু ভিকুনার দল হারাল মোহনবাগানকে। দু'টোই স্প্যানিশ কোচের প্রাক্তন দল। বাগানকে আই লিগ জিতিয়েছিলেন কিবু। ডায়মন্ড হারবারের দায়িত্ব নিয়েই চমক দিলেন। ইস্টবেঙ্গল, মহমেডানের পাশাপাশি খেতাব দৌড়ে প্রবল ভাবে থাকল ডায়মন্ড হারবার। ৩৬ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন অয়ন মণ্ডল। ম্যাচের বাকি সময়ে ডায়মন্ড হারবারকে দশ জনে পেয়েও সমতা ফেরাতে ব্যর্থ মোহনবাগান। যার ফল হেরে মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বাগানকে।

সুপার সিক্সের লড়াইটা যে বাগানের জন্য কঠিন হয়ে গিয়েছে, তা মেনে নিলেন বাস্তব। তাঁর মতে, ‘মহমেডানের সঙ্গে ড্রয়ের পর, ডায়মন্ড হারবারের কাছে হার। এটা আমাদের দলের জন্য বড় ধাক্কা হয়ে গিয়েছে। সুপার সিক্সের লড়াইয়ে এখন নিজেদের সব ম্যাচে জিততে তো হবেই। সেই সঙ্গে অন্য দলের পয়েন্ট নষ্টের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার ‘কোভিড19 ভ্য়াকসিন নিতেই ক্লান্ত বোধ করছিলাম,হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হই’ অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে বড় বিপদ! হজম শক্তি বাড়াতে করুন এই কাজ বজরং পুনিয়ার জন্য বড় ধাক্কা! কুস্তিগীরকে সাসপেন্ড করল NADA ‘‌বাংলার মানুষ বয়কট করবে‌ রাজভবন’‌, বোসের বিরুদ্ধে ফোঁস করলেন অভিষেক ‘পিঠটা আছে তো…’! আঁচল বিতর্কে ফের চাঁচাছোলা মমতা, ‘আমি যদি কিছু না পরে…’ IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়? পূর্বাভাস IMD-র! গরম কাটিয়ে শুরু হবে ঝড়-বৃষ্টি La Liga-বার্সেলোনা হারতেই রিয়ালের দখলে লা লিগা, টার্গেট এবার চ্যাম্পিয়ন্স লিগ ডায়াবিটিস প্রতিরোধ থেকে অন্যান্য স্বাস্থ্য সুবিধা, গরমে দই খাওয়ার ৮টি উপকারিতা

Latest IPL News

IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.