সৌদিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির দ্বৈরথ দেখার একটা প্রেক্ষাপট তৈরি হলেও, সেটা শেষ পর্যন্ত বাস্তবে রুপ নেয়নি। তবে এবার বাস্তবে রোনাল্ডো বনাম নৈইমার যুদ্ধ দেখতে চলেছে সৌদি আরব। কারণ নৈইমার সৌদির নামী ক্লাব আল হিলালে দুই বছরের চুক্তিতে সই করতে চলেছেন তিনি।
পিএসজিতে ছ' বছর কাটানোর পর নেইমার এ বার খেলবেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের জার্সিতে। এটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ক্লাবে। এর আগে আল হিলাল সই করিয়েছে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার করিম বেঞ্জেমাকে। এ বার আরও যোগ দিচ্ছেন নেইমারও। সৌদিতে যেন ‘ফুটবল-বিপ্লব’ ঘটে গিয়েছে।
পিএসজি সৌদি প্রো লিগের ক্লাবে খেলতে নেইমারকে ছাড়পত্র দিচ্ছে। বিবিসি জানিয়েছে, নেইমারের জন্য প্রায় ১০০ মিবিয় ইউরো দেবে আল হিলাল। ইএসপিএনও নিজেদের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ইউরোয় নেইমারের দলবদলে সম্মত হয়েছে পিএসজি এবং আল হিলাল- দুই পক্ষই। বিবিসি জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমারের এই দলবদলে প্রক্রিয়া শেষ করতে এখন দু 'টি কাজ বাকি আছে—এক) নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। দুই) প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করা।
ইএসপিএন রবিবারই জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তিতে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে একমত হয়েছেন নেইমার। আর তিনি দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিতেও চলেছেন। চাইলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে। ২০১৭ সালে দলবদলের বাজারে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন নেইমার। বার্সেলোনা থেকে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পিএসজি-তে যান তিনি। এই ছয় বছরের মধ্যে ফরাসি জায়ান্টদের একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন নেইমার। তবে ট্রফি জেতাতে পারেননি। এর পাশাপাশি পিএসজি-তে থাকাকালীন বহু দিন তাঁকে চোট আঘাত ভুগিয়েছে। অতীতে বহু বার ফ্রান্সের ক্লাবটি ছাড়ছেন বলে গুঞ্জন উঠেছে। এ বার আর গুঞ্জন নয়। ইতিমধ্যে শিলমোহর পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বাগান ফুটবলাররা আনফিট- মরশুমের প্রথম ডার্বি জিতেই ফেরান্দোকে ঠুকলেন কুয়াদ্রাত
বিভিন্ন সূত্র জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে চুক্তি করবেন নেইমার। আর সেই ক্লাবে তিনি ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। এই সপ্তাহের শেষে হয়তো আনুষ্ঠানিক ভাবে নেইমারের নাম ঘোষণা করবে আল হিলাল। ফ্রান্সের ডেইলি এল ইকুইপের খবর অনুযায়ী, বছরে নেইমারের বেতন হবে ১৬০ মিলিয়ন ইউরো। দুই বছরে অঙ্কটা ৩১০ মিলিয়ন ইউরো।
কিলিয়ান এমবাপেকে পিএসজি তাদের মূল দলে ফেরানোর ২৪ ঘণ্টা পরেই নেইমারের জন্য আল হিলালের প্রস্তাব দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। ফরাসি ক্লাবটি বড় বড় তারকাদের ধরে রেখে ‘তারকার হাট’ বানানোর পরিকল্পনা থেকে সরে এসেছে।
তবে সৌদি ফুটবলের সংস্কৃতি বিচারে নেইমার অবশ্য সেই দেশে বড় ক্লাবেই যোগ দিচ্ছেন। ৬৬টি ট্রফি জেতা আল হিলাল শিরোপা জয় বিচারে শুধু সৌদি আরব নয়, এশিয়া মহাদেশেরই সবচেয়ে সফল ক্লাব। গত জুনে সৌদি সরকার তাদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে যে চারটি ক্লাবকে নিয়ে আসা হয়েছিল, আল হিলাল তাদের একটি। বাকি তিনটি ক্লাব- আল নাসের, আল আহলি ও আল ইত্তিহাদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।