বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ভিডিয়ো: ফুটবলারদের নিয়ে হোটেল ফিরে কেক কাটলেন কুয়াদ্রাত, ভূত বানানো হল নন্দকে, ডার্বির খুশি দ্বিগুণ করে শহরে পারদো

ভিডিয়ো: ফুটবলারদের নিয়ে হোটেল ফিরে কেক কাটলেন কুয়াদ্রাত, ভূত বানানো হল নন্দকে, ডার্বির খুশি দ্বিগুণ করে শহরে পারদো

ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে প্লেয়ারদের উচ্ছ্বাস।

ডার্বি জেতার পরে শহরের বিলাসবহুল হোটেলে ফিরে কেক কাটেন ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলাররা। মধ্যমণি ছিলেন দলের অধিনায়ক হরমনজ্যোৎ খাবরা। খাবরা আবার ডেকে নেন দলের জয়ের নায়ক নন্দকুমারকে। তাঁকে কেক খাইয়ে দেওয়ার পাশাপাশি কেক মাখিয়ে ভূতও বানানো হয় নন্দকে।

টানা আটটি ডার্বিতে হার। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসের মতো বিশ্বকাপার, ইউরো কাপারদের বিরুদ্ধে খেলতে নামার আগে ধারেভারে কিছুটা যেন পিছিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু নন্দকুমারের একটি গোলই সব রং বদলে দিল। বৃষ্টিস্নাত যুবভারতীতে সাড়ে চার বছর পর ডার্বিতে জ্বলল মশাল। উড়ল লাল-হলুদ পতাকা, আবীর।

ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র অঝোর বৃষ্টির মধ্যে মাঠে ছুটে গেলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। বৃষ্টি মাথায় নিয়ে সেলিব্রেশনে মেতে উঠল লাল হলুদ। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল চেন্নাইয়ের ফুটবলারকে ঘিরে। আর হবে নাই বা কেন! তিনি যে এদিন শাপমুক্ত করেছেন ইস্টবেঙ্গলকে। চার বছরের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন।

গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন লাল-হলুদ সমর্থকেরাও। কেউ নন্দকুমারকে কোলে তুলে নিচ্ছিলেন, আবার কেউ চুমু খাচ্ছিলেন, তো কেউ পায়ে পড়ছিলেন। মুষলধারে বৃষ্টির মাঝেও, লাল-হলুদের এমন উচ্ছ্বাসের কোলাজ বহুকাল বাদে দেখল যুবভারতী। আর সেটা নন্দের গোলের সৌজন্যে।

আরও পড়ুন: বাগান ফুটবলাররা আনফিট- মরশুমের প্রথম ডার্বি জিতেই ফেরান্দোকে ঠুকলেন কুয়াদ্রাত

মাঝমাঠ থেকে বল পেয়ে ফ্ল্যাঙ্ক ধরে দৌড়ে তড়তড়িয়ে উপরে ওঠেন নন্দকুমার। বক্সের মধ্যে ঢুকে অনিরুদ্ধ থাপাকে ডজ দিয়ে বাঁ-পায়ের দুরন্ত শট আছড়ে পড়ে দ্বিতীয় পোস্টে। বাগান কিপার বিশাল কাইথের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া, আর কিছু করারই ছিল না। একক দক্ষতায় একেবারে দৃষ্টিনন্দন গোল। যে গোল সত্যিই মনে করে রাখার মতোই।

ফুটবলারদের জয়ের উৎসব শুরু হয়েছিল স্টেডিয়াম থেকে। স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফিরেই উৎসবের মেজাজে পাওয়া গিয়েছিল লাল-হলুদ ফুটবলারদের। সাজঘরেই একে উপরের গায়ে জল দেওয়া, নাচানাচি করা, আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন সকলেই। সেই উৎসবের রেশ গিয়ে পড়ে হোটেলেও। হোটেলে ফিরে আরও এক বার উৎসবে মাতে লাল-হলুদ।

আরও পড়ুন: ডুরান্ডে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে বাগান, নিয়ম ভাঙার অভিযোগ, AIFF-এর কাছে নালিশ জানাল লাল-হলুদ

ডার্বি জেতার পরে শহরের বিলাসবহুল হোটেলে ফিরে কেক কাটেন ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলাররা। মধ্যমণি ছিলেন দলের অধিনায়ক হরমনজ্যোৎ খাবরা। তাঁকে ঘিরে দাঁড়িয়েছিলেন দলের বাকি ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। কোচ কার্লেস কুয়াদ্রাতকেও দেখা যায় , ফুটবলারদের সঙ্গে হাসিমুখে কেক কাটছেন তিনিও। কেক কেটে প্রথমে খাবরা ডেকে নেন দলের জয়ের নায়ক নন্দকুমারকে। তাঁকে কেক খাইয়ে দেন খাবরা। সঙ্গে কেক মাখিয়ে ভূতও বানানো হয় নন্দকে।

এদিকে ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের আনন্দ দ্বিগুণ করে রবিবার শহরে চলে এলেন স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাস। পারদোর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং ছোট ছোট ছেলে আর মেয়ে। স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা টু-এ ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ৩৫ বছরের পারদোকে মূলত ইভান গঞ্জালেসের পরিবর্ত হিসেবেই নেওয়া হচ্ছে। মোদ্দা কথা, ইস্টবেঙ্গল জুড়ে এখন শুধুই খুশির জোয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জন্মসূত্রে নাগরিকত্বে 'না', আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর কী প্রভাব পড়বে? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল কলম্বিয়ায় হিংসায় মৃত্যু বেড়ে ১০০, প্রচুর সেনা মোতায়েন, জরুরি অবস্থা ঘোষণা মঙ্গলে মহাকাশচারী পাঠাব…ট্রাম্প বলতেই আনন্দে ডগমগ এলন মাস্ক বিয়ের জন্য চাপ প্রেমিকার, নগ্ন ছবি ভাইরাল করল যুবক, আত্মহত্যার চেষ্টা তরুণীর আগামিকাল কেমন কাটবে? জেনে নিন ভাগ্যের আকাশে কী লেখা, রইল ২২ জানুয়ারির রাশিফল দিয়েছেন রুবেল-শ্বেতার বিয়ে! নন্দিনী ভৌমিকের কাছে ছেলের কপালেও ওঠে সিঁদুর, কত খরচ বিশ্বসেরা হওয়ার পথে আরও এক পা এগোলেন মন্ধনা,ODI ব়্যাঙ্কিংয়ে উন্নতি রিচা-তিতাসের বাগদান বাতিল করায় কড়া শাস্তি, বরের দাদাকে আটকে রেখে গোঁফ কেটে দিল পাত্রীপক্ষ আড়াই বছর বাদে চিনি রফতানির উপর আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.