ডার্বিতে হারতে হারতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইস্টবেঙ্গলের। অবশেষে সাড়ে চার বছর পর বদলাল ডার্বির রং। কার্লেস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজিতেই আটকে গেল মোহনবাগান। হার মানলেন গত বছর সবুজ-মেরুনকে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ জুয়ান ফেরান্দোও। আর মোহনবাগানকে হারানোর পরেই ফেরান্দো বাহিনীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কুয়াদ্রাত।
ডার্বি জয়ের পর বাগানের ফুটবলারদের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলে দিলেন লাল-হলুদ কোচ। তিনি সাফল বলে দেন, ‘মোহনবাগানের হাতে অনেক তারকা ফুটবলার রয়েছে। কারণ ওরা অনেক বেশি টাকা বিনিয়োগ করেছে। তবে কিন্তু ওদের ফুটবলাররা এখনও পুরো ফিটই নয়। যে কারণে কামিন্স, সাদিকু, পেত্রাতোসদের পুরো ম্যাচ খেলাতে পারেনি ওরা। তবে এটাও ঠিক যে প্রাক মরসুম প্রতিযোগিতায় সবাইকে সমান ভাবে খেলানো সম্ভব নয়। কিন্তু শারীরিক ভাবে ওদের সবাইকে পুরোপুরি ফিট মনে হয়নি।’
তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি কথা না বাড়িয়ে নিজের দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কুয়াদ্রাত। দলের একমাত্র গোলদাতা নন্দকুমারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পাশাপাশি হরমনজোৎ সিং খাবরারও কথাও আলাদা করে বলতে ভুললেন না কুয়াদ্রাত। তিনি বলছিলেন, ‘নন্দ প্রচুর পরিশ্রম করেছে অনুশীলনে। এর আগেও অনেক ভালো ভালো গোল করেছে ও। আমি খাবরার কথাও আলাদা করে বলব। আগের ম্যাচে ওর ভুলে গোল খাওয়ার পর খুব বিমর্ষ হয়ে পড়েছিল। আজ নিজের পারফরম্যান্স দিয়ে সবটা সুদে-আসলে মিটিয়ে দিয়েছে। নিশু পরের ম্যাচে খেলতে পারবে। তাই আমাদের হাতে বিকল্প রয়েছে। বিদেশিরা শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ নয়। কিন্তু সেটাও হয়ে যাবে। প্রতিটা ম্যাচে যে পরিকল্পনা করছি, সেটা কাজে লাগছে, এতেই খুশি।’
ডার্বি জয়ের পুরো কৃতিত্বই তিনি দিলেন ফুটবলারদের। কুয়াদ্রাত বলেন, ‘কয়েক দিন আগেই আমরা দুই পয়েন্ট হারিয়েছিলাম একটা ম্যাচে। কিন্তু সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। দলের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি করতে চাই। ফুটবলে কেউ এক দিন নায়ক হয়, একদিন খলনায়ক হয়। অনুশীলনে প্রত্যেকে কঠোর পরিশ্রম করছে। আপাতত পরের ম্যাচে আমরা পঞ্জাবের বিরুদ্ধে ভালো খেলতে চাই। ওরা পরের বার আইএসএল খেলছে। আমরা ম্যাচটা জিতে কোয়ার্টারের যোগ্যতা অর্জন করতে চাই।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে আমাদের। আমি খুব খুশি। তবে আরও বেশি খুশি সমর্থকদের জন্যে। ম্যাচের পর যখন ওরা মাঠে নেমে এসেছিলেন তখন ওদের চোখে আনন্দাশ্রু দেখতে পেয়েছিলাম। সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।