শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ক্রমতালিকায় বাংলাদেশের থেকে ৯৩ ধাপ এগিয়ে রয়েছে লেবানন। আর সেই লেবাননের বিরুদ্ধেই সাফ চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দল। প্রথমার্ধে ক্রমতালিকায় পিছিয়ে থাকা সত্ত্বেও হাড্ডাহাড্ডি লড়াই করে তারা। দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রেখে প্রায় ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে লড়াইয়ে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু এর পরেই ছন্দপতন ঘটে ডিফেন্সের। যার সুযোগে দু'টি গোল করে ম্যাচ জয় নিশ্চিত করে লেবানন। ০-২ গোলে হেরে যায় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের অভিযানটা হার দিয়েই শুরু করল ও পার বাংলার দল।
আরও পড়ুন: সাদিও মানের জোড়া গোল, সেনেগালের বিরুদ্ধে জয় অধরা ব্রাজিলের, প্রীতি ম্যাচে হারল ৪-২-এ
সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অনেক আশ্বাস দিলেও, মাঠে নেমে পয়েন্ট ছিনিয়ে আনতে পারল না বাংলাদেশ। ফলে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হল পরাজয় দিয়ে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী লেবাননের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। উল্লেখ্য, কয়েক দিন আগেই এই লেবানন ভারতের মাটিতে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠেছিল। সেই ফাইনালে সুনীল ছেত্রীর ভারত অবশ্য তাদেরকে হারিয়ে দিয়েছিল ২-০ ফলে। এবার সেই এক ব্যবধানে অর্থাৎ ০-২ গোলে হারতে হল হাভিয়ের কাবরেরার দলকে।
ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে রয়েছে লেবানন। তাদের হয়ে ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করেন হাসান মাতৌক। এর পর ম্যাচে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লেবাননের হয়ে জয়সূচক গোলটি করেন খলিল বাদের। এদিন শুরু থেকেই রক্ষণভাগে ভালো খেলছিল বাংলাদেশ। সেই সঙ্গে প্রতি আক্রমণে উঠে আসছিল তারা। ফলে ম্যাচ জমে উঠেছিল। দ্বাদশ মিনিটে ফ্রি কিকও পায় বাংলাদেশ। তবে সেখান থেকে গোলের ঠিকানা খুঁজে নিতে পারেননি অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করে লেবানন। ৬০তম মিনিটে সেরা সুযোগ পায় বাংলাদেশ। হৃদয়ের লম্বা পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল করতে ব্যর্থ হন ফাহিম। ৮০তম মিনিটে আচমকাই তারিকের পা থেকে বল টেনে নিয়ে লেবাননের হাসানকে পাস দেন কারিম দারউচ। সেখান থেকে দুরন্ত নিখুঁত গোল করেন হাসান। এরপর করিমের পাস থেকে লেবাননের হয়ে জয়সূচক গোলটি করেন খলিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।