ব্রাজিলের দুর্দশা চলছেই। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল এখনও পর্যন্ত খেলেছে ৩ ম্যাচ। তার মধ্যে জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। সবচেয়ে অবাক করা বিষয় হল, ব্রাজিল নাকি কোনও স্থায়ী কোচই খুঁজে পাচ্ছে না।
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিতে। তার পর থেকে কোচহীন ব্রাজিল। অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেসের অধীনে এই নিয়ে তিনটি ম্যাচে খেলে ২টি হারল ব্রাজিল।
মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-২ গোলে আফ্রিকার দেশ সেনেগালের কাছে হারতে হল নেমারহীন ব্রাজিলকে। এই নিয়ে সেনেগালের সঙ্গে দ্বিতীয় দেখাতেও জিতল না ব্রাজিল। ২০১৯ সালে প্রথম দেখায় ১-১ গোলে ড্র করেছিল দু'দল। সেনেগালের জয়ের নায়ক তাদের তারকা প্লেয়ার সাদিও মানে। জোড়া গোল করেছেন তিনি।
অথচ খেলার শুরুর দিকেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটের মাথাতেই ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। চার মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া করেন রিচার্লিসন। তবে ব্রাজিলের গোলের ১২ মিনিটের মাথাতেই সমতা ফেরায় সেনেগাল। ২২ মিনিটে গোলটি করেন সেনেগাল ফরোয়ার্ড হাবিব দিয়ায়ো। বক্সে প্রতিপক্ষের বল ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকায় ব্রাজিলের রক্ষণ। ব্রাজিল রক্ষণের দূর্বলতার সুযোগ নিয়ে ভলিতে বল জালে জড়ান হাবিব দিয়ায়ো।
বিরতির পরই পিছিয়ে পড়ে লাতিন পরাশক্তি। ৫২ মিনিটে বক্সে দিয়ায়োর হেড ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন মার্কিনিয়োস। সেনেগালের হয়ে বাকি দু'টি গোল করেন মানে, যার একটি এসেছে পেনাল্টি থেকে।
আরও পড়ুন: দল বদলের বাজারে বড় চমক, একই সঙ্গে খাবড়া, মন্দার, ভনসপালকে সই করাল ইস্টবেঙ্গল
মার্কিনিয়োসের গোলের মিনিট তিনেকের মধ্যেই ৩-১ করেন সাদিও মানে। এর পর ৫৮ মিনিটে গোল করে সেনেগালের সঙ্গে ব্যবধান কমান মার্কিনিয়োস। তাতে অবশ্য লাভ হয়নি সেলেকাওদের। সংযুক্ত সময়ে সেনেগালের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন মানে। প্রতিপক্ষে ডিফেন্ডারকে ফাউল করলে পেনাল্টি পায় সেনেগাল। সেখান থেকেই ৪-২ করেন সাদিও মানে। শেষ পর্যন্ত আর কোনও গোল করতে পারেনি ব্রাজিল।
দায়িত্ব নেওয়ার পর তিন ম্যাচে এমন দুই হার নিঃসন্দেহে চাপের মুখে ফেলেছে রামন মেনেজেসকে। তবে মেনেজেস অবশ্য এমন হারকে দেখছেন শেখার উপলক্ষ হিসেবে। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবলে আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।