বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Nations League: মোরাতার গোলে স্বপ্নভঙ্গ রোনাল্ডোদের, স্পেনের কাছে হেরে ছিটকে গেল পর্তুগাল

UEFA Nations League: মোরাতার গোলে স্বপ্নভঙ্গ রোনাল্ডোদের, স্পেনের কাছে হেরে ছিটকে গেল পর্তুগাল

হেরে হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স

ম্যাচটি ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল পর্তুগালের। ড্র কেন, গোলের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা জিতে যেতে পারত পর্তুগাল। ফার্নান্দো স্যান্টোসের দল কম সুযোগ পেয়েছেন, এমনটা নয়। দিয়োগো জোটা এবং রোনাল্ডো অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেছেন। আর সেই সুযোগ নষ্ট করার খেসারতই দিতে হল পর্তুগালকে।

গোটা ম্যাচ জুড়ে ভালো ফুটবল খেলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কিন্তু গোলের মুখ খুলতে না পারার খেসারত তাদের দিতে হল। ম্যাচের ৮৮ মিনিটে আলভারো মোরাতার দুরন্ত গোলেই বাজিমাত করে স্পেন। পর্তুগালকে ১-০ হারিয়ে তারা পৌঁছে গেল উয়েফা নেশনস লিগের শেষ চারে। আর এই গোলই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে।

গোটা ম্যাচে এই একটি গোলই হয়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিকো উইলিয়ামসের হেড থেকে বল পেয়ে জালে জড়ান মোরাতা। আর এতেই স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। মঙ্গলবারের জয়ের সুবাদে পরের বছর জুন মাসে নেশনস লিগের চূড়ান্ত পর্বে স্পেনই খেলবে ক্রোয়েশিয়া, ইটালি ও নেদারল্যান্ডসের সঙ্গে।

ম্যাচটি ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল পর্তুগালের। ড্র কেন, গোলের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটা জিতে যেতে পারত পর্তুগাল। ফার্নান্দো স্যান্টোসের দল কম সুযোগ পেয়েছেন, এমনটা নয়। লিভারপুলের দিয়োগো জোটা এবং রোনাল্ডো অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেছেন মঙ্গলবার রাতে ব্রাহায়। আর সেই সুযোগ নষ্ট করার খেসারতই দিতে হল পর্তুগীজদের।

আরও পড়ুন: নাক ফেটে গলগল করে রক্ত পড়ছে, আঘাত নিয়ে খেলেও পর্তুগালকে জেতালেন রোনাল্ডো-ভিডিয়ো

এ দিকে এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো নেশনস লিগে চূড়ান্ত চারে নাম লেখাল স্পেন। লিগ এ গ্রুপ ২ থেকে শীর্ষস্থান দখল করতে জিততেই হত স্পেনকে। সেই কাজটা মোরাতার হাত ধরেই করে স্পেন।

অথচ এই ম্যাচে পর্তুগাল নিজেদের গ্রুপে শীর্ষে থাকা দল হিসেবে খেলতে নেমেছিল। তাই তারা ছিটকে যাওয়ায় কিছুটা অবাক হয়েছে ফুটবল মহল। তবে জোটা, রোনাল্ডোরা যেমন সুযোগ নষ্ট করল, তাতে হতাশা ছাড়া আর কী বা প্রাপ্তি হবে পর্তুগালের! মঙ্গলবার ব্রুনো ফের্নান্দেস একবার কার্যত নিশ্চিত গোলের পাস সাজিয়ে দিয়েছিলেন জোটাকে। যা ঝাঁপিয়ে পড়ে এক হাতে রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। পর্তুগাল যদি এগিয়ে যেতে পারত, তবে দিনটা তাদেরই হত।

আরও পড়ুন: যত নাটক দ্বিতীয়ার্ধেই-হাফ ডজন গোল, রুদ্ধশ্বাস থ্রিলার,ড্র করল ইংল্যান্ড-জার্মানি

পুরো ম্যাচেই স্পেনের চেয়ে ভালো ফুটবল খেলেছে পর্তুগাল। তবে শেষ দিকে বদলি খেলোয়াড়েরা স্পেনকে ম্যাচে ফিরিয়ে আনেন। ম্যাচ জিততে একাদশে মোট সাতটি পরিবর্তন করেন লুইস এনরিকে। তাও সে ভাবে কিছু করে উঠতে পারছিল না স্পেন। তবে বিরতির পর কোচ এনরিকে চার জন প্লেয়ার পরিবর্তন করার পরেই ম্যাচের রং বদলাতে শুরু করে। স্পেন যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠে।

অসাধারণ ফুটবল উপহার দিয়ে এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন পরিবর্ত হিসেবে নামা আতলেতিকো বিলবাওয়ের উইলিয়ামস। দু’বার তাঁর হেড অসাধারণ দক্ষতায় পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তা না বাঁচালে স্পেন ম্যাচে আরও গোল পেত। প্রসঙ্গত, স্পেন নেশনস লিগে গত বার রানার্স হয়েছিল। আগামী জুনে তাই তাদের সামনে প্রথম বার ইউরোপের এই নতুন প্রতিযোগিতার ট্রফি জেতার সুযোগ এসে গেল।

পর্তুগাল কোচ অবশ্য ম্যাচ হেরে হতাশ নন। স্যান্টোস বরং আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ভালো হচ্ছে এবং পর্তুগালকে ‘বিশ্বকাপে অন্যতম ফেভারিট’ বলেই দাবি তাঁর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় ‘হয়তো এনে দেখিয়েছে’ সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে চক্রান্তের তত্ব খাড়া করলেন মমতা এই আঙুলে তিল থাকলেই নাকি পরকীয়ার সম্ভাবনা! অর্থ আসা নিয়ে কী বলছে শাস্ত্র বিজেপি প্রার্থী তেজস্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কমিশন, কেন জানেন? সফল গায়ক-চিকিৎসক হয়েও আজীবন ব্যাচেলর থেকে গেলেন সিধু, কিন্তু কেন? Delhi Capitals বনাম Mumbai Indians ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর বিজেপিকে ভোট না দিলে বুলডোজার-অভিযোগ, এমন হুমকি দিয়েছেন ৯ সরকারি অফিসার! হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা, এখন কেমন আছেন? কোন পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো শুভ? বাড়িতে সমৃদ্ধি আনতে কিছু টিপস

Latest IPL News

দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর ইডেনে এল জিত, কিন্তু হারলে কেমন মুড থাকে মালকিন প্রীতির, জানালেন PBKS প্রাক্তনী কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.