শুভব্রত মুখার্জি:- ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন ৭৫০ সুপার সিরিজের শুরুটা মিশ্রভাবে হল ভারতীয় শাটলারদের কাছে। একদিকে যখন ক্রমতালিকায় থাকা শীর্ষ ভারতীয় শাটলার এইচএস প্রণয় তাঁর প্রথম রাউন্ডের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন, তখন অন্যদিকে নিজের ম্যাচ হেরে গেলেন লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা ভারতীয় শাটলার লক্ষ্য হারলেন তাঁর স্বদেশীয় প্রিয়াংশু রাজাওয়াতের কাছে। ফলে প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেল লক্ষ্যর লড়াই। অন্যদিকে লক্ষ্যকে হারিয়ে প্যারিস অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার আশা এখনও বাঁচিয়ে রাখলেন প্রিয়াংশু রাজাওয়াত।
কেডি যাদব ইন্ডোর হলে এদিন ভারতের হয়ে স্মরণীয় একটি জয় পেয়েছেন প্রণয়। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় নয় নম্বরে থাকা প্রণয় এদিন হারিয়ে দিলেন বিশ্ব ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা চাইনিজ তাইপের চৌউ-তিয়েন-চেনকে। খেলার ফল এদিন ভারতীয় শাটলারের পক্ষে ২১-৬,২১-১৯। এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন প্রণয়। বেশ আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করেন তিনি। প্রথম গেমে একেবারে উড়িয়ে দিলেন চাইনিজ তাইপের প্রতিপক্ষকে। দ্বিতীয় গেমে চাইনিজ তাইপের শাটলার লড়াই করলেও ম্যাচে হার এড়াতে পারেননি তিনি।
এদিনের অপর একটি ম্যাচে সকলকে চমকে দিয়েছেন প্রিয়াংশু রাজাওয়াত। তিনি হারিয়ে দিয়েছেন কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন লক্ষ্য সেনকে। বিশ্ব ক্রমতালিকায় ৩০ নম্বরে থাকা প্রিয়াংশু এদিন হারিয়ে দেন বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা লক্ষ্য সেনকে। ১৬-২১,২১-১৬,২১-১৩ ফলে এদিন এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিলেন প্রিয়াংশু রাজাওয়াত। ৭৫ মিনিটের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেলেন প্রিয়াংশু।
পাশাপাশি এদিন বিশ্ব ক্রমতালিকায় ৩৭ নম্বরে থাকা ভারতীয় শাটলার কিরণ জর্জকেও হারিয়ে দেন চাইনিজ তাইপের ওয়াঙ্গ জু ওয়েই। ২১-১২,২১-১৫ ফলে জর্জকে হারিয়ে দিলেন ওয়াঙ্গ। মহিলা ডাবলসে ও টেরেসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ও এদিন জয় পেলেন। তারা হারিয়ে দিলেন জাপানের নামি মাতসুউয়েমা এবং চিহারু সিডা জুটিকে। খেলার ফল ভারতের জুটির পক্ষে ২১-১৮,১৪-২১,১৩-২১। ৭০ মিনিটের লড়াইতে জিতলেন গোপীচাঁদরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।