বাংলা নিউজ > ময়দান > LPL 2020: ব্যাট হাতে ঝড় তুললেন আফ্রিদি, যদিও দলকে জেতাতে পারলেন না পাক তারকা

LPL 2020: ব্যাট হাতে ঝড় তুললেন আফ্রিদি, যদিও দলকে জেতাতে পারলেন না পাক তারকা

শাহিদ আফ্রিদি। ছবি- স্ক্রিনগ্র্যাব।

তারকা অল-রাউন্ডারের লড়াই মাটি করেন আবিষ্কা ফার্নান্ডো।

নতুন টুর্নামেন্টে মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তুললেন শাহিদ আফ্রিদি। যদিও দলকে জেতাতে পারলেন না পাক তারকা।

উদ্বোধনী লঙ্কা প্রিমিয়র লিগে গল গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিতে নামেন আফ্রিদি। জাফনা স্ট্যালনসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিদি মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অর্ধশতরানে পৌঁছতে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান তারকা অল-রাউন্ডার। ইনিংসের ১৮ তম ওভারে অলিভিয়েরের বলে ৪টি ছক্কা মারেন তিনি।

শেষ পর্যন্ত ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৮ রান করে আউট হন গল অধিনায়ক। তাঁর দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। জাফনার হয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন অলিভিয়ের।

জবাবে ব্যাট করতে নেমে জাফনা ১৯.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রান তুলে নেয়। আবিষ্কা ফার্নান্ডো ৯২ রান করে অপরাজিত থাকেন। ৬৩ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। ২৭ রান করে নট-আউট থাকেন শোয়েব মালিক। আফ্রিদি বল হাতে কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন। ম্যাচের সেরা হন আবিষ্কা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন