Mohun Bagan Day: ২০২৩ সালের ‘মোহনবাগান রত্ন’ সম্মান পেতে চলেছেন ৭০ এর দশকের দুরন্ত ফুটবলার গৌতম সরকার। সাতের দশকে ইস্টবেঙ্গল হোক আর মোহনবাগান, সাফল্যের সঙ্গে তিনি ফুটবল খেলেছিলেন। ছোটখাটো চেহারার হলেও তাঁকে টপকে যাওয়া প্রতিপক্ষের কাছে বেশ কঠিন ছিল। তাঁর ময়দানের ডাক নাম ছিল বেকেনবাওয়ার। সেই গৌতম সরকারের হাতেই এ বার মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে।
মোহনবাগানের জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। বর্ষসেরা ফুটবলার বিশাল কাইথ। সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে অর্ণব নন্দীকে। শনিবার বিকেলে মন্দারমনির শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পাতে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, সহ সভাপতি অসিত চ্যাটার্জি, সচিব দেবাশিস দত্ত, সহ সচিব সত্যজিৎ চ্যাটার্জি, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় সহ মোট ২২ জন কার্যকরী কমিটির সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন।
মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি বৈঠকে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে, শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। এ বার মোহনবাগান দিবস পালন হবে দু-দিন ধরে। ২৯ জুলাই মহরম রয়েছে। সে কারণে সেদিন মোহনবাগান দিবস পালিত হলেও মূল অনুষ্ঠান হবে পরদিন ৩০ জুলাই। ২৯ জুলাই প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ। সেদিনই প্রকাশিত হবে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনি ‘ষোলো আনা বাবলু’। উপস্থিত থাকবেন খোদ মোহনবাগানের কিংবদন্তি।
পরেরদিন, ৩০ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান পর্ব। সেরা ক্রীড়া উদ্যোক্তার পুরস্কার দেওয়া হবে নবাব ভট্টাচার্যকে। সেরা ক্রীড়া সাংবাদিকের অ্যাওয়ার্ড পাবেন জয়ন্ত চক্রবর্তী। সেরা ফরোয়ার্ড তথা সুভাষ ভৌমিক পুরস্কার দেওয়া হবে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা অ্যাথলিট মোহর মুখার্জি। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাবেন এংসন সিং।
এবার থেকে দুটো নতুন পুরস্কার চালু হতে চলেছে। বর্ষসেরা হকি প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হবে নীতেশ নিউপানেকে। বর্ষসেরা সমর্থককেও সম্মানিত করা হবে। প্রথম বছর সেই পুরস্কার পাবেন শান্তি চক্রবর্তী (দিদা) এবং কমলেশ উপাধ্যায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গান পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। শেষে পারফর্ম করবেন বাবুল সুপ্রিয়। ২০ জুলাই মোহনবাগানের প্রয়াত সচিবের জন্মদিনে তাঁর নামাঙ্কিত 'অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার'এর উদ্বোধন করবেন আইএম বিজয়ন। শীঘ্রই মোহনবাগান সুপার জায়ান্টের মার্চেনডাইস সদস্য এবং সমর্থকদের জন্য ক্লাব থেকে বিক্রি করা হবে।
দেখে নেওয়া যাক মোহনবাগানের পুরস্কারের তালিকা-
মোহনবাগান রত্ন- গৌতম সরকার
লাইফটাইম অ্যাচিভমেন্ট- শঙ্কর বন্দ্যোপাধ্যায়
সেরা ফুটবলার- বিশাল কাইথ
সেরা ক্রিকেটার-অর্ণব নন্দী
সেরা স্পোর্টস অফিসিয়াল-নবাব ভট্টাচার্য
সেরা ক্রীড়া সাংবাদিক-জয়ন্ত চক্রবর্তী
সেরা ফরোয়ার্ড-দিমিত্রি পেত্রাতোস
সেরা অ্যাথলিট-মোহর মুখোপাধ্যায়
সেরা উঠতি ফুটবলার-এনজোন সিং
তালিকায় যোগ হয়েছে দুটি নতুন পুরস্কার
বর্ষসেরা হকি প্লেয়ার-নীতীশ নুপানে
সেরা সমর্থক-শান্তি চক্রবর্তী ও কমলেশ উপাধ্যায়
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।