শুরু হয়েছে এই বছরের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ইংল্যান্ড এবং ওয়েলসের দলগুলি অংশগ্রহণ করে। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে। এই বছর নর্থ হ্যাম্পটনশায়ারের হয়ে খেলছেন ভারতীয় তরুণ ব্যাটার পৃথ্বী শ। তবে গ্লউচেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে অস্বাভাবিকভাবে আউট হলেন তিনি। একটি বাউন্সার বল খেলতে গিয়ে মাটিতে পড়ে যান পৃথ্বী। তাঁর পা গিয়ে লাগে উইকেটে। হিট উইকেট হয়ে যান তিনি। পৃথ্বীর আউট হওয়ার সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই গ্লউচেস্টারশায়ার প্রথমে ব্যাট করতে নেমে ২৭৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতে ২৫৫ রানে অলআউট হয়ে যায় নর্থ হ্যাম্পটনশায়ার। ২৩ রানে ম্যাচ জিতে নেয় গ্লউচেস্টারশায়ার। রান তাড়া করতে নেমে নর্থ হ্যাম্পটনশায়ারের হয়ে ওপেন করতে আসেন পৃথ্বী এবং ইংল্যান্ডের ক্রিকেটার এমিলিও গে। তবে শুরু থেকে উইকেট পড়তে থাকে নর্থ হ্যাম্পটনশায়ারের। লড়াই চালিয়ে যাচ্ছিলেন পৃথ্বী। মাত্র ১৫ ওভারে ৫৪ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। পিচে ধীরে ধীরে সেট হচ্ছিলেন শ। ৩৪ রান করে ব্যাট করছিলেন ভারতের এই ব্যাটার। সেই সময় বল করতে আসেন বিপক্ষ দলের জোরে বোলার পল ভ্যান মিকিরেন। তাঁর দেওয়া বাউন্সার সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে হিট উইকেট হন তিনি। তাঁর এই আউটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মিকিরেনের বাউন্সার বল একটু লাফিয়ে পুল শট খেলার চেষ্টা করেন তিনি। তা খেলতে ব্যর্থ হওযার পর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তখনই তাঁর পা গিয়ে লাগে উইকেটে। এই ব্যাটিং বিপর্যয়ের পর নর্থ হ্যাম্পটনশায়ারের হয়ে হাল ধরেন টম টেলর। ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের ১০২ বলে ১০৮ রানের ইনিংস বাঁচাতে পারেনি তার দলকে। অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও হারের মুখ দেখতে হয় নর্থ হ্যাম্পটনশায়ারকে।
পৃথ্বী দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন। এই বছর আইপিএলেও হতাশাজনক পারফরম্যান্স করেছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচ বাইরেও বসে থাকতে হয়েছে তাঁকে। এই খারাপ পারফরমেন্সের পর নিজের ফর্ম পুনরুদ্ধার করতে পৃথ্বী শ ইংল্যান্ডে গিয়েছেন। সেখানে খেলার কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন। তবে এইভাবে আউট হবার পর তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।