সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ নুয়ান জোয়েসা। তাঁর বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন শাখার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। গত কয়েক বছর ধরে ক্রিকেট সংক্রান্ত একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন এই তারকা ক্রিকেটার। আর সেই কারণেই আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তাকে শাস্তি দিল।
যদিও গত ২০১৮ সালের ৩১ শে অক্টোবর থেকে সাসপেন্ড রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ নুয়ান জোয়েসা। তাই সেই দিন থেকেই শুরু হচ্ছে জোয়েসার ছয় বছরের সাসপেন্ডের মেয়াদ। এই নিয়ে আইসিসির ইন্টিগ্রিটি শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘শ্রীলঙ্কার হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট জীবনে একাধিক দুর্নীতি দমনের ক্লাসে যোগও দিয়েছেন। জাতীয় দলের কোচ হিসেবে ওনাকে একজন রোল মডেলের ভূমিকায় নেওয়া উচিত ছিল, কিন্তু পরিবর্তে উনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং অন্যদের দুর্নীতি করতে উৎসাহ দিয়েছেন। একটি ম্যাচকে ফিক্স করে খেলাকে বোকা বানিয়েছেন, ধোঁকা দিয়েছেন। যা আমরা কখনই বরদাস্ত করবনা।’
ট্রাইবুনালের তরফ থেকে জানানো হয়েছে, জোয়েসা আইসিসির দুর্নীতি দমনের নিয়ম ২.১.১ ধারা অনুযায়ী, খেলার ফলাফলে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এবং তাঁর সঙ্গে জড়িত ছিলেন। এর পাশাপাশি ২.১.৪ ধারায় খেলোয়াড়দের প্রলোভন বা হুমকি দেখানোর দায়েও তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও ২.৪.৪ ধারায় আইসিসির দুর্নীতি দমন শাখার দুর্নীতি বিষয়ে কোন কিছু না বলার জন্যও তাঁকে অভিযুক্ত করা হয়। এই কারণ গুলির জন্যই ছয় বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে জোয়েসাকে।