Mamata after opposition meeting: 'আমার যত রক্ত বইবে, বয়ে যাক...নাহলে ভারত থাকবে না', বার্তা মমতার Updated: 23 Jun 2023, 07:48 PM IST লেখক Ayan Das 'আমার যত রক্ত বইয়ে বয়ে যাক...নাহলে ভারত থাকবে না', বার্তা মমতার বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার বিহারের পাটনায় বিজেপি-বিরোধী ১৭ টি দলের বৈঠক হয়। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালরা।