বাংলা নিউজ > দেখতেই হবে > Exclusive Mamata Shankar: 'বাড়িতে ১৭ দিনের ছেলে, কাজে কিছুতেই মন বসছিল না'

Exclusive Mamata Shankar: 'বাড়িতে ১৭ দিনের ছেলে, কাজে কিছুতেই মন বসছিল না'

মৃণালদা মাকে (অমলাশঙ্কর) সবসময় বলতেন, কেন আপনার মেয়ে অভিনয় করছে না? মা বলেছিলেন, ও স্কুলটা শেষ করুক, পড়শোনাটা শেষ করে নাহয় করবে। মৃণালদা বলেছিলেন, তুমি কখনও অভিনয় করতে চাইলে আমায় প্রথম খবর দেবে। আমিও ওঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাও মৃণালদাকে বলেছিলেন, ও ছবি করলে আপনার ছবিতেই প্রথম কাজ করবে। যখন মৃগয়া করি তখন আমার কত বয়স হবে ১৯ বছর…।