Updated: 14 Aug 2022, 03:37 PM IST
লেখক Sritama Mitra
আইফেল টাওয়ারও এর কাছে ছোট। বিশ্বের উচ্চতম রেল ব্রি... more
আইফেল টাওয়ারও এর কাছে ছোট। বিশ্বের উচ্চতম রেল ব্রিজের কাজের একটা বড় অংশ সম্পন্ন হল। সম্পন্ন হল নির্মাণ কাজের গোল্ডেন জয়েন্টের অংশ। জম্মু ও কাশ্মীরের রেসি জেলায় চেনাব নদীর উপর নির্মিত এই ব্রিজ বিশ্বের উচ্চতম রেল ব্রিজ।
ব্রিজটি চেনাব নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট) উচ্চতায় রয়েছে। এর উচ্চতা ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি। এই ব্রিজের উচ্চতা এমনই যে নিচে মেঘও দেখা যেতে পারে। কার্যত এর ওপর দিয়ে রেল সফর যেন মেঘের মধ্যে দিয়ে যাত্রার সমান। এখানে ট্রেন যাতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে দৌড়তে পারে তার ব্যবস্থাপনা করা হচ্ছে।