বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > জলের তোড়ের মধ্যে আটকে বাস, জানালা দিয়ে বেরিয়ে রক্ষা যাত্রীদের, দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

জলের তোড়ের মধ্যে আটকে বাস, জানালা দিয়ে বেরিয়ে রক্ষা যাত্রীদের, দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

জলের তোড়ের মধ্যে আটকে বাস। জানালা দিয়ে বেরিয়ে এসে রক্ষা যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ভিডিয়ো। রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনাটি দেরাদুনের শিমলা বাইপাস চকে হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই বাসটি হিমাচল প্রদেশ পরিবহণ সংস্থার ছিল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -