বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল

নগাঁওতে চলছে ভোটপ্রস্তুতি (Anuwar Hazarika )

২০১৯ সালে রাজ্য জুড়ে ভরাডুবি হলেও জাতীয় কংগ্রেস এই কেন্দ্রটিতে জয় লাভ করে। ২০০৯ সালের লোকসভায় এই কেন্দ্রটিতে ৭০ শতাংশ ভোট পড়েছিল এবং ২০১৪ সালের নির্বাচনে তা গিয়ে দাঁড়ায় ৮০.৭ শতাংশ।

নগাঁও লোকসভা কেন্দ্রটি অসমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সর্বশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলুই ১৬ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের হিসাবে এই কেন্দ্রে ৮৬.৬ শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৩৬ হাজার ২৪৫ জন। নগাঁও লোকসভা কেন্দ্রটি নটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, কেন্দ্রগুলি হল যথাক্রমে জাগিরোড, মারিগাঁও, লাহারি ঘাট, রহা, নওগাঁ সদর, বরমপুর, যমুনা মুখ, হোজাই এবং লামডিং। এই কেন্দ্রগুলির মধ্যে জাগিরোডে এবং রহাকে কেন্দ্র দুটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। ঐতিহাসিকভাবে অসমের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেসের শক্ত গড় হিসেবেই পরিচিত ছিল। ১৯৮৫ পরবর্তী সময় অসম গণ পরিষদ এই কেন্দ্রে বিপুল জনসমর্থন পায়। ১৯৯৯ পরবর্তী একটি দীর্ঘ সময় এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সর্বশেষ লোকসভায় এই আসনটি আবার ফিরে পায় জাতীয় কংগ্রেস।

এবার ডিলিমিটেশনের পর কেন্দ্রটিতে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। বলা বাহুল্য, বিজেপি বনাম কংগ্রেসের লড়াইয়ে সেটা রাহুল গান্ধীর দলকে সাহায্য করবে। কংগ্রেসের হয়ে এবারেও লড়ছেন প্রদ্যুৎ বরদলুই। তাঁর বিপক্ষে রয়েছেন একদা সহযোগী সুরেশ বোরা। সুরেশ একদা বিচ্ছিন্নতাবাদী আলফার সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দীর্ঘদিন কংগ্রেস করেন। তিন মাস আগেই বিজেপিতে যোগ দেন ও এসেই টিকিট পেয়েছেন। প্রদ্যুতের ঘাঁতঘোত জেনে তিনি এই কঠিন আসন বিজেপিকে দিতে পারবেন, এমনটাই আশা পার্টির। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এখানে ভোট। 

১৯৫২ সাল থেকেই এই লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী দেবকান্ত বড়ুয়া এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে লীলাধর কটকি এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৭ সালের নির্বাচনেও জাতীয় কংগ্রেস এই কেন্দ্রটিতে জয়ী হয়৷ ১৯৭৯-৮০ সময় পর্ব থেকে অসমে বাঙালি খেদাও আন্দোলন এবং অহমিয়া জাতিসত্তার সমর্থনে আন্দোলন শুরু হলে অসম গণ পরিষদ নির্বাচনেও ভালো ফলাফল করতে থাকে। ১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনটি লোকসভা নির্বাচনে অসম গণ পরিষদের পক্ষ থেকে মুহিরাম সইকিয়া জাতীয় কংগ্রেসকে পরাজিত করে জয়ী হন। ১৯৯৮ সালের নির্বাচনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নৃপেন গোস্বামী কেন্দ্রে জয়ী হয়েছিলেন। এর পরবর্তী ১৯৯৯ সালের লোকসভায় এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজেন গোহাঁই। এর পরবর্তী তিনটি নির্বাচনে ২০১৪ পর্যন্ত রাজেন গোহাঁই এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০১৯ সালে রাজ্য জুড়ে ভরাডুবি হলেও জাতীয় কংগ্রেস এই কেন্দ্রটিতে জয় লাভ করে। ২০০৯ সালের লোকসভায় এই কেন্দ্রটিতে ৭০ শতাংশ ভোট পড়েছিল এবং ২০১৪ সালের নির্বাচনে তা গিয়ে দাঁড়ায় ৮০.৭ শতাংশ।

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, নওগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ২০২১ সালের ফলাফল। জাগিরোড বিধানসভা কেন্দ্রটিতে ভারতীয় জনতা দলের প্রার্থী পীযূষ হাজারিকা ১৪.৯ শতাংশ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। মাড়িগাঁও লোক বিধানসভা কেন্দ্রটিতে ভারতীয় জনতা দলের প্রার্থী রমাকান্ত দাওরী ৩৬ হাজার ৫০০-এর বেশি ভোটে জয়ী হন। অন্যদিকে লহরী ঘাট এবং রহা কেন্দ্রদুটিতে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হন। নওগাঁ সদর, হাজোই ও বরমপুর কেন্দ্রেও ভারতীয় জনতা দলের প্রার্থীরা জয়ী হন এই নির্বাচনে। যমুনামুখ কেন্দ্রটিতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-এর প্রার্থী সিরাজউদ্দিন আজমল ১ লক্ষ ১৮ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন। লামডিং কেন্দ্রটিতে ভারতীয় জনতা দলের শিবু মিত্র ১১ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ২০২১ সালের বিধানসভায়। সার্বিকভাবে এই লোকসভা কেন্দ্রটিতে লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে ২০২৪-এর লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি।

ভোটযুদ্ধ খবর

Latest News

দীপ্সিতা বিয়ে করেছে? আমি করেছি, তাই আমাকে ভোট দিন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি! ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার! হর্ন বাজিয়ে জাগিয়ে আধ ঘণ্টা পর মিলল সিগনাল MLS- অবিশ্বাস্য রেকর্ড মেসির! ৫ অ্যাসিস্ট, ১ গোল, পিছিয়ে পড়েও দল জিতল ৬-২ গোলে অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলি একেবারেই করবেন না, হবেন মা লক্ষ্মী রুষ্ট নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে আইসি বদল, সরানো হল হবিবপুর থানার ইন্সপেক্টর ইনচার্জকে ‘অতৃপ্ত আত্মার লম্ফঝম্ফ’, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানি কুণালের,শুনলেন 'জয় CESC তৃতীয়বার বিয়ে ধর্মেন্দ্রর! বাবার বিয়েতে না থাকা নিয়ে মুখ খুললেন সানি-ববি দেওল সন্তানকে প্রতিদিন টিফিনে দিচ্ছেন পাস্তা? ঠিক করছেন কি

Latest IPL News

ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.