সোমবার রাতে কালীপুজো। বাঙালিদের জন্য এটি অত্যন্ত বড় একটি উৎসব। কালীপুজোর বিষয় তো আছেই, তার সঙ্গে আছে বাজি পোড়ানোর আনন্দও। সব মিলিয়ে এই দিনটি বাঙালিদের কাছে শাক্তসাধনা এবং আলোর উৎসব।
আজকে দিনটিতে কখন কালীপুজো? সেটি আগে থেকেই জেনে নেওয়া খুব দরকারি। কারণ সেই অনুযায়ী সাজিয়ে নেওয়া যায় বাকি সন্ধ্যার পরিকল্পনা। কখন বাজি পোড়াবেন, কখন ঠাকুর দেখতে যাবেন, তার পুরো পরিকল্পনাটা এখনই করে নিতে ঝটপট জেনে নিন পুজোর সময় এবং নির্ঘণ্ট।
২৪ অক্টোবর সোমবার কালী পুজো। এই একই দিনে তারা দেবীর আবির্ভাব, মহা লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো। তার সময় ও নির্ঘণ্ট জেনে নিন এখান থেকে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
অমাবস্যা তিথি আরম্ভ
বাংলা ক্যালেন্ডার মতে: ৭ কার্তিক, সোমবার।
ইংরেজি ক্যালেন্ডার মতে: ২৪ অক্টোবর সোমবার।
সময়: বিকাল ৫টা ২৯ মিনিট।
নিশিকালে রাত্রি ১০টা ৫৬ গতে ১১টা ৪৪ মধ্যে শ্যামাপূজা। কালীপূজা, তারা দেবীর আবির্ভাব। প্রদোষে সন্ধ্যা ৪টে ৫৪ গতে রাত্রি ৬টা ৩০ মধ্যে মহালক্ষ্মী ও অলক্ষ্মী পূজা।
অমাবস্যা তিথি শেষ
বাংলা ক্যালেন্ডার মতে: ৮ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি ক্যালেন্ডার মতে: ২৫ অক্টোবর, মঙ্গলবার।
সময়: বিকেল ৪টে ১৯ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:
অমাবস্যা তিথি আরম্ভ
বাংলা ক্যালেন্ডার মতে: ৬ কার্তিক, সোমবার।
ইংরেজি ক্যালেন্ডার মতে: ২৪ অক্টোবর, সোমবার।
সময়: সন্ধ্যা ৪টে ৫৭ মিনিট ৭ সেকেন্ড।
প্রদোষে সন্ধ্যা ৫টা ৪৫ সেকেন্ড থেকে রাত্রি ৬টা ৩৬ মিনিট ৪৫ সেকেন্ডর মধ্যে লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি। দিপাবলী, অমাবস্যার নিশিপালন, মধ্যরাত্রে শ্যামাপূজা। দেবগৃহাদিতে দীপদান। তারাদেবীর আবির্ভাব।
অমাবস্যা তিথি শেষ
বাংলা ক্যালেন্ডার মতে: ৭ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি ক্যালেন্ডার মতে: ২৫ অক্টোবর, মঙ্গলবার।
সময়: বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ড।