শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশী নামে পরিচিত। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই একাদশী ব্রত পালিত হয়। চলতি বছর ৪ অগস্ট, বুধবার এই একাদশী ব্রত পালিত হবে। বিষ্ণুকে সমর্পিত এই একাদশী ব্রত। এদিন বিধি মেনে বিষ্ণুর পুজো করা হয়। মনে করা হয় বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়।
কামিকা একাদশীর শুভক্ষণ
একাদশী তিথি শুরু- ৩ অগস্ট, মঙ্গলবার, দুপুর ১২টা ৫৯ মিনিটে।
একাদশী তিথি সমাপ্ত- ৪ অগস্ট, বুধবার, দুপুর ৩টে ১৭ মিনিটে।
সর্বার্থ সিদ্ধি যোগ- ৪ অগস্ট, সকাল ৫টা ৪৪ মিনিট থেকে ৫ অগস্ট সকাল ৪টা ২৫ মিনিট পর্যন্ত।
পারণের সময়- ৫ অগস্ট সকাল ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে।
এভাবে প্রসন্ন করুন বিষ্ণুকে
কামিকা একাদশীর দিনে পুজো শেষ হলে বিষ্ণুর আরতি করতে ভুলবেন না। মনে করা হয়, পুজোর পর আরতি করলে পুজোয় যে ভুল হয়ে থাকে, তার ক্ষমা লাভ করা যায় এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায়।
কামিকা একাদশীর মাহাত্ম্য
এই একাদশী করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ব্যক্তির পাপমুক্তি ঘটে। কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন।