মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের একটি সহায়ক অ্যাপে অবৈধভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ স্ট্রিমিং বা সম্প্রচারের ঘটনায় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। বাহুবলী এবং নেটফ্লিক্সের অ্যান্থোলজি লাস্ট স্টোরিজ ২-এর মতো ছবির জন্য পরিচিত অভিনেত্রীকে আগামী ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার সেলের কর্মীদের সামনে হাজিরা দিতে হবে। আরও পড়ুন: বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ?
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তামান্না ও সঞ্জয় দত্ত ফেয়ারপ্লে-র অ্যাপের হয়ে প্রচার চালিয়েছেন। মহাদেব বেটিং অ্যাপের সহকারী এই অ্যাপের মাধ্যমে বেইআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা হয়েছে। যার ফলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভায়াকম-১৮।
এই মামলায় সাক্ষী হিসাবে বক্তব্য রেকর্ড করার জন্য তামান্না ও সঞ্জয়কে ডাকা হয়েছে। কাজের ব্যস্ততার কথা উল্লেখ করে গত ২৩শে এপ্রিল হাজিরা এড়িয়েছেন সঞ্জয়, দু-দিন পরেই দুবাইতে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গেল তাঁকে। এই মামলায় মহারাষ্ট্র সাইবার সেল ইতিমধ্যেই গায়ক বাদশা এবং জ্যাকলিন ফার্নান্দেজের ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে।
আইপিএলের বেআইনি স্ট্রিমিং মামলা কী?
ফেয়ারপ্লে অ্যাপ্লিকেশন, যেখানে বিভিন্ন ধরণের খেলাধুলা এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ২০২৩ সালে আইপিএলের কিছু ম্যাচও অবৈধভাবে অ্যাপে স্ট্রিম করা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভায়াকম 18 এর কাছ এই ক্রিকেট টুর্নামেন্টের ডিজিট্যাল সম্প্রচারের একচেটিয়া অধিকার রয়েছে। কথিত অবৈধ স্ট্রিমিংয়ের ফলে ব্রডকাস্টারের বিশাল ক্ষতি হয়েছিল।
২০২৩ সালে আইপিএল ম্যাচগুলি স্ট্রিম করার জন্য Viacom18-এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPR) ছিল। কিন্তু ২০২৩ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত সমান্তরালভাবে ক্রিকেট টুর্নামেন্ট প্রদর্শন করছিল ফেয়ারপ্লে। ভায়াকম ১৮ ডিজিটাল কপিরাইট নিয়ে মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে।
ইডির স্ক্যানারে সেলিব্রিটিরা
মহাদেব অ্যাপটি অবৈধ লেনদেন এবং বাজির অভিযোগে বিভিন্ন তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে। ২০২৩ সালে কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি এবং হিনা খানের মতো তারকারা মহাদেব অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর স্ক্যানারে ছিলেন। মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় অভিনেতা রণবীর কাপুরকে রায়পুরের অফিসে হাজিরা দিতেও বলেছিল ইডি।
২০২৩ সালে সংস্থার প্রধান সৌরভ চন্দ্রকরের বিয়েতে এবং ২০২২ সালের সেপ্টেম্বরে সংস্থার সাফল্যের পার্টিতে উপস্থিত থাকা বা পারফর্ম করার সময় ইডি আরও বেশ কয়েকজন এ-লিস্টার সেলিব্রিটি এবং নির্দিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকেও সন্দেহ করেছিল, যারা অ্যাপটির প্রচার করেছিল বা এর প্রচারকদের সাথে মিশেছিল।
মহাদেব বেটিং অ্যাপ কেস কী?
মহাদেব অ্যাপের মাধ্যমে পোকার, কার্ড গেমস, চান্স গেমস, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেটের মতো বিভিন্ন অনলাইন গেমে বেআইনি বেটিং চালু করা হয়েছে। অভিযোগ অ্যাপটি চালাচ্ছেন দুবাইয়ের সৌরভ ও রবি উপ্পল। সংস্থাটি দুবাই থেকে পরিচালনা করে যেখানে বাজি ধরা বৈধ। তবে ভারতে বেটিং অবৈধ।