বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস

IPL 2024-স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস

আরসিবির বিপক্ষে মাত্র ১ রানেই আউট ট্রাভিস হেড। ছবি - এএফপি (AFP)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ দল। এবারের আইপিএলে মারকাটারি মেজাজে ছিলেন সানরাইজার্স ওপেনাররা। ট্রাভিস হেড তো বলেই দিয়েছিলেন তাঁদের টার্গেট এই ইনিংসে ৩০০ করা। কিন্তু আরসিবি ম্যাচ হারতেই সমালোচনার মুখে পড়েছেন হেড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হার ঠিক হজম হচ্ছে না অনেকেরই। লিগ টেবিলের লাস্ট বয়ের বিপক্ষে কামিন্সদের পরাজয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। ট্রাভিস হেডের মতো হট ফর্মে থাকা ক্রিকেটার ব্যর্থ হলেন। মার্করাম, ক্লাসেনও ব্যর্থ। পাওয়ার প্লের মধ্যে ৪টি টপ অর্ডারের উইকেট হারাল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত শাহবাজ এবং অধিনায়ক কামিন্স না লড়লে আরও লজ্জার মুখে পড়তে হত দলকে। এবার ট্রাভিস হেডদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস। কয়েক দিন আগেই হেডের করা এক মন্তব্যের পাল্টা তাঁর সমালোচনা করেছেন ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জেতা গিবস। 

আরও পড়ুন-IPL 2024-ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ?

এবারের আইপিএলে তিনটি ম্যাচে ২৫০-র বেশি রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সাতটি ম্যাচের মধ্যেই তারা এই কাজ করেছিলেন। কিন্তু অষ্টম ম্যাচে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পচা শামুকে পা কেটেছে হেডদের। পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনার অভিষেক শর্মা,ট্রাভিস হেডের পাশাপাশি আরও দুই বিদেশী এনরিখ ক্লাসেন এবং এইদেন মার্করামের উইকেট হারায় সানরাইজার্স। সেখানেই কার্যত ম্যাচে ললাট লিখন স্পষ্ট হয়ে গেছিল। এরপর শাহবাজ, কামিন্স এসে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেও তাতে খুব বেশি সুবিধা হয়নি। এরপরই হার্শেল গিবসের প্রশ্ন, যে দলের ক্রিকেটার পরের টার্গেট ৩০০ রান করতে হবে ঠিক করে নেয়, তারা এমন স্লো উইকেটে ২০৭ রান চেজ করতে পারল না? ফ্ল্যাট উইকেটে ৩০০ রানের থেকে স্লো উইকেটে ২০৭ রান তোলার কৃতিত্ব বেশি বলে মনে করছেন গিবস।

আরও পড়ুন-ভারতকে দুরমুশ করা বিশ্বকাপ ফাইনালের ব্যাটে ছিল না স্প্রিং,রয়েছে বাড়িতেই- পন্টিং

কদিন আগেই আইপিএলে শতরান করেছিলেন ট্রাভিস হেড। এবারে ৭টি ম্যাচে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী তারকার ব্যাট থেকে এসেছে ৩২৫ রান, স্ট্রাইক রেট ২১২। একাধিক ম্যাচে দলকে ভালো ওপেনিং পার্টনারশিপ দেওয়ার পর ট্রাভিস হেড মজা করে বলেছিলেন এরপরের টার্গেট ইনিংসের সামনে একটা ৩ বসানো অর্থাৎ ৩০০ রান। কারণ আইপিএলে এক ইনিংসে দলগত সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ডে তিনি সামিল থাকলেও ৩০০ রানের গণ্ডি তার দল টপকাতে পারেনি। এবার অস্ট্রেলিয়ানকে পাল্টা দিয়ে হার্শেল গিবস নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ আমি জানি ট্রাভিস হেড ৩০০ চায়, কিন্তু স্লো উইকেটে ২০৭ রান চেজ করাও একইরকম কৃতিত্বের হত। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকদিনর পর টি২০তে ৩০০ আর ওডিআইতে ৫০০ রানও উঠবে। কিন্তু ক্রিকেটে সৌন্দর্য থাকবে রান চেজ করায়’।

আরও পড়ুন-T20 World cup- ১৪৫ স্ট্রাইক রেটে খেলা বিরাটকে বাদ, T20 বিশ্বকাপে হার্দিককেও রাখলেন না মঞ্জরেকর

প্রসঙ্গত এবারের আইপিএলে হেড ছন্দে থাকলেও স্পিনারদের মোটেই তিনি খুব বেশি শাসন করতে পারেননি। মাত্র ১৫০-এর স্ট্রাইক রেটে ৬৩ রান করেছেন স্পিনারদের বিরুদ্ধে, সেখানে ২৩৬ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছেন পেসারদের বিরুদ্ধে। ফলে স্পিন রোগে যে তিনি কিছুটা হলেও আক্রান্ত তা বলাই যায়। 

ক্রিকেট খবর

Latest News

মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল বিয়ের পর মুসলিম হওয়া ভিভিয়ান ডিসেনা থেকে শেহজাদা-শিল্পা, বিগ বস ১৮-তে এলেন কারা IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.