ফের মোবাইলের গেম খেলার নেশা প্রাণ কেড়ে নিল ২ যুবকের। রেল লাইনে বসে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল দুই যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। কানে হেডফোন দিয়ে দুজনে গেমে মত্ত ছিল। সেই সময় ট্রেন চলে এসে তাদের ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত দুই যুবকের নাম হল সাবির শেখ এবং সাহিল শেখ এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: ভোরবেলা তো, চালকের চোখ লেগে যেতে পারে, বাঁকুড়ার ট্রেন দুর্ঘটনায় দাবি রেলের
রেল সূত্রে জানা গিয়েছে, দুজনেই নাকাশিপাড়ার লোহাগাছার বাসিন্দা শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। দুজনেই রেল গেটের কাছে বসে মোবাইলে গেম খেলছিলেন। তাদের কানে ছিল হেডফোন। তারা গেম খেলায় এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন যে এক্সপ্রেস ট্রেন লাইনে আসার বিষয়টি লক্ষ্য করেননি। লালগোলা আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ২ যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এদিকে, এই ঘটনার পর যুবকদের পরিবার তাদের মৃতদেহ উদ্ধার করে সমাধিস্থত সম্পন্ন করে দেয়। কিন্তু, বিষয়টি জানতে পারার পরেই রেলের তরফে দেহ দুটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা অনেক ঘটেছে তা হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। গত সোমবারই এই ধরনের ঘটনা ঘটেছিল বনগাঁর ঠাকুরনগর স্টেশনে। রেল লাইন পারাপার করার সময় এক যুবতীর মৃত্যু হয়েছিল। মৃত যুবতীর নাম ছিল শর্মিলা পরমানিক। ওই যুবতী একটি প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের জন্য ট্রেন থেকে নেমে রেল লাইন পার হয়ে যাচ্ছিলেন ওই যুবতী। সেই সময় যুবতীর কানে হেডফোন ছিল। ফলে ট্রেনের আওয়াজ শুনতে পাননি তিনি । লাইন পারাপার করার সময় ডাউন লাইনে ট্রেন চলে আসলে ওই যুবতী আপ লাইনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তবে সেই সময় ওই লাইন ধরেই এগিয়ে আসছিল বন্ধন এক্সপ্রেস। ওই ট্রেন দেখতে পেয়ে আশেপাশের মানুষজন চিৎকার চেঁচামেচি করে ওই যুবতীকে সতর্ক করেছিলেন। কিন্তু, কানে হেডফোন থাকায় তিনি কিছুই শুনতে পাননি। তখন বন্ধন এক্সপ্রেস এসে তাঁকে ধাক্কা মারে।
এছাড়াও গত সেপ্টেম্বরে দক্ষিণ ২৪ পরগনার বজবজ শিয়ালদা শাখার আকড়া স্টেশন সংলগ্ন এলাকায় একই ঘটনা ঘটেছিল। রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন দুই যুবক। সেক্ষেত্রে দুজনের কানে ইয়ারফোন ছিল। সেই সময় রেললাইনে ট্রেন চলে আসে। তার ফলে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়।