শুক্রবার রামপুরহাট পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ হত্যা মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর শুক্রবারই রামপুরহাট আদালতে আনা হয়েছে বগটুই কাণ্ডে মুল অভিযুক্ত আনারুল হোসেনকে। সিবিআইয়ের টিম নিয়ে এসেছে আনারুলকে। আর আনারুল আদালতে ঢোকার সময় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন।
ঠিক কী বলেছেন আনারুল হোসেন? এদিন দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিচারব্যবস্থার উপর বিশ্বাস আছে। নেত্রীর প্রতি আস্থা আছে। আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’ এদিন পলিগ্রাফ টেস্টের পরে আনারুল হোসেনকে নিয়ে আসা হয় রামপুরহাট মহকুমা আদালতে। সিবিআই চারজনের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিল রামপুরহাট আদালতে।
কিন্তু কে বা কারা আনারুলকে ফাঁসালো? এই বিষয়ে আদালতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, ‘যারা টিভিতে ফলাও করে বলেছে তারাই আমাকে ফাঁসিয়েছে।’ এই মন্তব্য এখন রাজ্য–রাজনীতিতে জোর বিতর্কের সৃষ্টি করেছে। কারণ এই অভিযোগ দুপক্ষের ক্ষেত্রেই হতে পারে। এক, তৃণমূল কংগ্রেসের নেতারা। দুই, নিহতদের পরিবারের সদস্যরা। যদিও আনারুল কিছু স্পষ্ট করেননি।
উল্লেখ্য, বগটুই–কাণ্ডে এক মৃতার স্বামী শেখলাল শেখ অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের সময় পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছেন ধৃত তৃণমূল কংগ্রেস নেতা আনারুলই। আদালতে আনারুলের হয়ে সওয়াল করছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। তিনি জানান, আনারুলের জামিনের আবেদন করছেন।