শুক্রবার আইপিএলের ৫১তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৪ রানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ভাবে, ওয়াংখাড়েতে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ১২ বছরের ম্যাচ জয়ের খরা শেষ করেছে। গত ১২ বছর ধরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এদিন কেকেআর-এর হয়ে বেঙ্কটেশ আইয়ার ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং মনীশ পান্ডে ৪২ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্য়াট করে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল কেকেআর।
এর পর মিচেল স্টার্ক অ্যান্ড কোম্পানি মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮.৫ ওভারে ১৪৫ রানে সীমাবদ্ধ করে। ২৪ রানে ম্য়াচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে এটি কলকাতার সপ্তম জয়। এখন তারা ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের দুই নম্বর জায়গাটা আরও মজবুত করেছে। বেঙ্কটেশ আইয়ারকে তার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে।
আরও পড়ুন… T20 WC 2024: রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
তবে এই ম্যাচের শুরু থেকে অনেকেই মনে করেছিলেন যে এই ম্যাচ জিতবে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ ওয়াংখেড়েতে ১৭০ রানের লক্ষ্য তাড়া করাটা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অনেক সহজ মনে করা হয়েছিল। তবে সকলকে হতাশ করল হার্দিক অ্যান্ড কোম্পানি। ম্যাচে হেরে নিজের হতাশা প্রকাশ করেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কারণ এই মুহূর্তে লিগ টেবিলে মুম্বই যে জায়গায় রয়েছে তাতে প্লে অফে ওঠা এক প্রকার অসম্ভব হয়ে গিয়েছে।
আরও পড়ুন… ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল ICC
মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হেরে হতাশায় ডুবে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের পরে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বলেন, ‘আমি বলতে চাই যে, ব্যাটিং ইনিংসে আমরা পার্টনারশিপ গড়তে পারিনি এবং পরপর উইকেট হারাচ্ছিলাম, টি-টোয়েন্টিতে আপনি যদি পার্টনারশিপ না করেন, তাহলে আপনার ক্ষতি হবেই।’
আরও পড়ুন… IPL 2024: হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক
ম্যাচ হারা নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না হার্দিক, ‘বেশি কিছু নয়, অনেক প্রশ্ন আছে কিন্তু উত্তর দিতে একটু সময় লাগবে কিন্তু আপাতত, বেশি কিছু বলার নেই।’ তবে এদিনের ম্যাচের জন্য বোলারদের প্রশংসা করলেন হার্দিক পান্ডিয়া, ‘আপনি যেমনটা বলেছেন, বোলাররা দুর্দান্ত কাজ করেছে, প্রথম ইনিংসের পরে উইকেট কিছুটা ভালো হয়েছিল, শিশির এসেছিল।’
আরও পড়ুন… T20 WC 2024: টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘আমরা খেলার মধ্য দিয়ে যাব এবং দেখব আমরা কী আরও ভালো করতে পারি। তুমি লড়াই করতে থাকো, এটা বলেই আমি নিজেকে চার্জ করব। কখনোই যুদ্ধের ময়দান ছেড়ে যাব না, কঠিন দিন আসে কিন্তু এর সঙ্গে অনেক ভালো কিছুও আসে, এটা চ্যালেঞ্জিং কিন্তু চ্যালেঞ্জ সকলকে আরও ভালো করে তোলে।’