বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নাগরিক বিল পেশের দিনেই বিজেপিকে এনআরসি তির মমতার

নাগরিক বিল পেশের দিনেই বিজেপিকে এনআরসি তির মমতার

রাজ্যে এনআরসি হতে দেব না। সোমবার খড়্গপুরের সভায় ফের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

লোকসভায় নাগরিক সংশোধনী বিল নিয়ে বিরোধীদের তুমুল বিতর্ক ও বিক্ষোভের মাঝেই এনআরসি অস্ত্রে বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনে দলের সাফল্য উপলক্ষে বিজয় সম্মেলনে যোগ দিতে এসে সোমবার খড়্গপুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘নাগরিক সংশোধনী বিল এবং এনআরসি একই মুদ্রার দুই পিঠ। নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য আমাদের সকলের কাছেই কিছু নথিপত্র রয়েছে। চাইলেই কেউ এসে আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না। আমরা দেখেছি কীভাবে অসমে ৩৮ লাখ হিন্দুকে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে। এখানে আমরা তা হতে দেব না।’

আসন্ন পুরসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে নাগরিক সংশোধনী বিল যে বড়সড় প্রভাব ফেলবে, রবিবার লোকসভায় বিল পরিবেশনের সময় তৃণমূল সাংসদের বিক্ষোভেও তা স্পষ্ট।

রাজ্যের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন দফতরের পরিসংখ্যান বলছে, ১৯৪৭ সালে তত্কালীন পূর্ব পাকিস্তান থেকে প্রায় ৬০ লাখ শরণার্থী ভারতে প্রবেশ করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২০ লাখ। এই সমস্ত শরণার্থীদের উত্তসূরিরা, যাঁরা অধিকাংশই হিন্দু সম্প্রদায়ভুক্ত, পশ্চিমবঙ্গ ও দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছেন। পাশাপাশি, গত কয়েক দশকে রাজ্যে দফায় দফায় উল্লেখযোগ্য পরিমাণে মুসলিম শরণার্থী প্রবেশের ঘটনাও যে ঘটেছে, তা কোনও রাজনৈতিক দলই অস্বীকার করতে পারে না।

গত লোকসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশকেই হাতিয়ার করেছিলেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটব্যাঙ্ক বাড়াতে অবৈধ অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে তাঁরা পূর্বতন বাম এবং বর্তমান তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন একাধিক বার। পাশাপাশি, অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে ফেরত পাঠানো হবে বলেও তাঁরা সওয়াল করেছেন। এর সঙ্গে দেশজুড়ে প্রবল বিজেপি হাওয়া গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যথেষ্ট বেগ দেয়।

অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জীতে (এনআরসি) কয়েক হাজার হিন্দু বাদ পড়ার পরে বিষয়টিকে প্রচারের মূল অস্ত্র করে তোলে তৃণমূল। এর ফলে রাজ্যের ভোটারদের এক বড় অংশের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন জনসভায় পরিচয়পত্র সংক্রান্ত সমস্যায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা। এনআরসির বিরোধিতা করেছে কংগ্রেস এবং বাম দলগুলিও।

সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফলে নাগরিকত্ব সংক্রান্ত কেন্দ্রীয় নীতির বিরোধিতা প্রবল প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিজস্ব ঘাঁটি খড়্গপুরেও গেরুয়া শিবিরের হার সে দিকেই ইঙ্গিত করছে। করিমপুর ও কালিয়াগঞ্জের ফলেও এনআরসি ইস্যুর প্রচ্ছন্ন প্রভাব দেখা গিয়েছে।

উপনির্বাচনে ভরাডুবির পরে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আমাদের পর্যালোচনা করে দেখতে হবে।’ আর কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার পরাজয়ের পরে সাফ জানান, ‘লোকসভায় এই অঞ্চলে আমরা উল্লেখযোগ্য পরিমাণে ভোট পেয়েছিলাম। মানুষ এনআরসি মেনে নেয়নি বলেই এবার হেরেছি।’

এ দিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিক সংশোধনী বিল পেশ করার কয়েক ঘণ্টা আগে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। বিলটি মোটেই হিন্দুদের জন্য নেতিবাচক হয়ে দাঁড়াবে না। ভিন্ন দেশে থেকে যাঁরা ভারতে অনুপ্রবেশ করেছেন, তাঁদের সুরক্ষার জন্যই এই বিল।’

এনআরসি নিয়ে যে রাজ্যের কোনও দলই বিশেষ স্বস্তিতে নেই, তা নিয়ে কোনও দ্বিমত নেই। নির্বাচনে তার কী প্রতিফলন ঘটবে, তা আগামী দিনের ঘটনাপঞ্জীই বলতে পারবে।

বাংলার মুখ খবর

Latest News

প্রবাসে সরস্বতী পুজো স্বস্তিকার, বাসন্তী শাড়ির সঙ্গে পরলেন রান্নার দিদির গয়না অপারেশনের সময়ে চিকিৎসকরা কেন সবুজ এবং নীল রঙের পোশাক পরেন? কারণটা দারুণ প্রশিক্ষণ চলছিল, হঠাৎই ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান! ৬০০ আন্তর্জাতিক উইকেট শিকার করে কুম্বলে-অশ্বিন-কপিল দেবের ক্লাবে জাদেজার এন্ট্রি মুখ বন্ধ করুন হাসিনার! মুখ বাঁচাতে ভারতকে ঢাল করার চেষ্টা বাংলাদেশের? তলব দূতকে প্রসঙ্গে খাড়গের কবিতা-পাঠ, খোঁচা মোদীর, বললেন,‘ভেতরে কংগ্রেসের দুর্দশার এতটা…’ 'বেশিরভাগ বেডরুমের ভেতরে তৈরি হয়,' এক্সিট পোলের সঙ্গে মেলেনি দেবাংশুর অঙ্ক ভিডিয়ো: ICC Champions Trophy 2025-র আগে নতুন গাদ্দাফি স্টেডিয়ামকে সামনে আনল PCB অতিপ্রাকৃত ঘটনা নির্ভর ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন শতাব্দী! সঙ্গে থাকছেন কে? সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের যুগ্ম বিজয়ী! বিশেষ অতিথি আদনান, আর কী চমক থাকছে?

IPL 2025 News in Bangla

ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.