বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বোমা তো নয়, যেন সেনার গ্রেনেড, বেলডাঙা বিস্ফোরণে UAPA-র ধারা যোগ করতে আবেদন NIAর

বোমা তো নয়, যেন সেনার গ্রেনেড, বেলডাঙা বিস্ফোরণে UAPA-র ধারা যোগ করতে আবেদন NIAর

প্রতীকী ছবি

সিমিসহ একাধিক নিষিদ্ধ সংস্থার যোগ রয়েছে বেলডাঙা বিস্ফোরণে। টাকা আসত বিদেশ থেকে। মনে করছেন তদন্তকারীরা। অভিযুক্তদের জামিন খারিজের দাবিতেও আদালতের দ্বারস্থ NIA.

মুর্শিদাবাদের বেলডাঙা বিস্ফোরণে UAPA-র ধারা যুক্ত করল NIA. তদন্তকারী সংস্থাটি আদালতকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার বোমার শক্তি সেনার গ্রেনেডের সমান। এই ধরণের বোমা সচরাচর দেখতে পাওয়া যায় না বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় জামিন পাওয়া অভিযুক্তদের জামিন খারিজের আদেন করেছে NIA.

২০২২ সালের ১৭ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর গ্রামে একটি পাম্প ঘরে প্রবল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মৃত্যু হয় ইয়াসউদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের অভিঘাতে পাম্পঘরটি উড়ে যায়। ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে ৭৫টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। গত অক্টোবরে এই বিস্ফোরণের তদন্তভার নেয় NIA. পুলিশের হাত থেকে যাবতীয় নথি ও প্রমাণ সংগ্রহ করেন NIA-র তদন্তকারীরা। এর পর CFSL-এ উদ্ধার হওয়া বোমা ও বোমার মশলা পাঠানো হয়।

আদালতে NIA জানিয়েছে, CFSL রিপোর্টে জানিয়েছে। বেলডাঙায় উদ্ধার বোমার শক্তি সেনা গ্রেনেডের সমান। কেন এত শক্তিশালী বোমা সেখানে তৈরি হচ্ছিল তা জানতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। একই সঙ্গে এই মামলায় আদালতের কাছে UAPA আইনের ধারা যোগ করার আবেদন জানিয়েছে তারা। আবেদন করা হয়েছে অভিযুক্তদের জামিন বাতিলের। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা প্রত্যেকেই জামিনে মুক্তি পেয়েছে।

NIA-র দাবি, SIMI ও বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠেনর লোকেরা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় একটি রাজনৈতিক দলের পতাকার নীচে সংগঠন তৈরির চেষ্টা করছে। তাদের কাছে বিদেশ থেকে অবৈধ পথে টাকা আসছে। মুর্শিদাবাদ জেলায় এই দেশবিরোধী কার্যকলাপকে সমূলে উপড়ে ফেলতে তাই কড়া পদক্ষেপ করতে চায় NIA.

 

বন্ধ করুন