আশান্তি রুখতে এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। তার মধ্যেই ভাঙড়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন ৩ জন। বৃহস্পতিবার দুপুরে ভাঙড়ের কাশীপুর থানা এলাকার চকমরিচা গ্রামে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আহতরা ISF কর্মী বলে দাবি। তাদের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভাঙড়ে নাকা তল্লাশির সময় একটি গাড়িতে ৩ জন দগ্ধ ব্যক্তিকে দেখতে পান পুলিশকর্মীরা। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গাড়ির আরোহীরা স্বীকার করেন তাদের বাড়ি চকমরিচায়। বোমা ফেটে আহত হয়েছেন ৩ জন। তাদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এর পর আহতদের পুলিশ চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
সূত্রের খবর, অশান্তির মধ্যেই চকমরিচায় একটি বাড়িতে বসে বোমা বাঁধছিলেন ISF সমর্থকরা। তখনই বিস্ফোরণ হয়। তবে কার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে কাশীপুর থানার পুলিশ।
মঙ্গলবার রাতে ভোটগণনা শেষে ভাঙড়ের কাঁঠালিয়ায় তৃণমূল – ISF এর ব্যাপক সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় ৩ জনের। বুধবার থেকে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। টহল দিচ্ছে আধাসেনা। তার মধ্যেই চলছিল বোমা বাঁধার কাজ। এমনই খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে।