সম্পর্কের টানাপোড়েনের জেরে সহবাস সঙ্গীনিকে গুলি করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা ক্যানিংয়ের মিঠাখালি এলাকার। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ময়না ঢালি তরুণীর সঙ্গে কিছুদিন ধরে মিঠাখালি এলাকায় বাড়ি ভাড়া করে থাকছিলেন অভিযুক্ত ভোলা প্রসাদ। মাঝেমাঝেই তাঁদের মধ্যে বিবাদ হত। বৃহস্পতিবার রাতে বিবাদ চলাকালীনই তরুণীর পেট লক্ষ্য করে গুলি চালায় ভোলা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তরুণী। এর পর স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে পাঠানো হয়। শুক্রবার তরুণীর অস্ত্রোপচার হওয়ার কথা। অভিযুক্ত ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, ওই যুগলের মধ্যে নিত্যদিন ঝগড়া লেগেই থাকত। তবে তাতে নাক গলাতেন না তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ভোলা প্রসাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। তাকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। কেন সে গুলি চালাতে গেল তা জানার চেষ্টা চলছে।
গত সপ্তাহেও একই ঘটনা ঘটেছিল বারুইপুরে। সেখানেও ভাড়াবাড়িতে সহবাস সঙ্গিনীকে কোপানোর অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে।