বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Covid-19 update: মালদায় ঢুকতে না পেয়ে ফরাক্কায় আটকে ১০০ পরিযায়ী শ্রমিক

Covid-19 update: মালদায় ঢুকতে না পেয়ে ফরাক্কায় আটকে ১০০ পরিযায়ী শ্রমিক

বাধা পেয়ে সড়কে বসে পড়েছেন শ'খানেকের বেশি পরিযায়ী শ্রমিক।

দিন দুই আগে দক্ষিণ ২৪ পরগনার বারাসত থেকে আগত মালদার মানিকচক থানা এলাকায় এক পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ প্রমাণিত হওয়ার পরে এই কড়াকড়ি চালু হয়েছে।

ঝাড়খণ্ড থেকে মালদায় ফেরার পথে ফরাক্কা ব্যারেজে একশোর বেশি পরিযায়ী শ্রমিকদের আটকে দিল পুলিশ। শ্রমিকদের মধ্যে একদল যেমন হেঁটে সফর করছিলেন, তেমনই বেশ কয়েক জন সাইকেলে যাত্রা করছিলেন।

গত ১৪ দিনে নতুন সংক্রমণের খবর না পাওয়ার ফলে মালদাকে ‘অরেঞ্জ জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহিরাগত শ্রমিকদের রুখে দেওয়া হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এ দিকে শ্রমিকদের অভিযোগ, মালদায় ঢোকার পরে তাঁদের বাধা দেন বৈষ্ণবনগর থানার পুলিশকর্মীরা। সোমবার বিকেল থেকেই উত্তরবঙ্গের দিকে শ্রমিকদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে বসে থাকা শ্রমিকদের প্রশাসনের তরফে সোমবার বিকেল থেকে খাবার ও পানীয় জল দেওয়া হয়নি বলে জানিয়েছেন দুর্গতরা। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে তাঁদের জন্য সেই ব্যবস্থা করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।

কোচ বিহারের তুফানগঞ্জের বাসিন্দা এক শ্রমিক কার্তিক দাস জানিয়েছেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি নদিয়ার ফুলিয়ায় শাড়িমিলে কাজ নিয়ে আমরা ১৪ জন পৌঁছাই। লকডাউন ঘোষণা করার পরে মিলটি বন্ধ হয়ে যায়। কয়েক দিন আগে নিজেদের মোবাইল ফোন বিক্রি করে সাইকেল কিনি বাড়ি ফেরার জন্য। কিন্তু এখন মালদা পুলিশ আমাদের বাঁধ পেরোতে দিচ্ছে না।’

আদতে বিহারের পুর্ণিয়ার বাসিন্দা আর এক শ্রমিক গোলাম জিলানি জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক বেসরকারি সংস্থায় তিবনি কাজ করতেন। লকডাউনে সংস্থা বন্ধ হয়ে গেলে তিনি মালদা হয়ে বিহারের ফেরার উদ্দেশে যাত্রা করেছিলেন। তাঁর দাবি, অনেক বার পুলিশকে অনুরোধ জানালেও তাঁকে মালদায় ঢুকতে দেওয়া হয়নি। ফলে মাঝপথে অনিশ্চয়তার শিকার হতে হয়েছে তাঁকেও।

চন্দন মণ্ডল নামে মালদার চাঁচলের এতক শ্রমিক জানিয়েছেন, তিনি কলকাতার এক পোশাক কারখানায় বহাল ছিলেন। লকডাউনে সংস্থা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরার জন্য ফরাক্কা পৌঁছলে তাঁকে আটকে দেয় পুলিশ। বাড়ির কাছাকাছি এসেও তাই আপাতত জাতীয় সড়কই তাঁর ঠিকানা।

নাম প্রকাশে অনিচ্ছুক মালদার এক জেলা পুলিশ আধিকারিক জানিয়েছেন, লকডাউনে জেলা থেকে জেলায় যাতায়াত করতে দেওয়া হবে না সাধারণ মানুষকে। ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছি’, জানিয়েছেন ওই পুলিশকর্তা।

এই বিষয়ে জানতে চেয়ে যোঘাযোগ করার চেষ্টা করলে ফোন তোলেননি মালদার জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

জেলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দিন দুই আগে দক্ষিণ ২৪ পরগনার বারাসত থেকে আগত মালদার মানিকচক থানা এলাকায় এক পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ প্রমাণিত হওয়ার পরে এই কড়াকড়ি চালু হয়েছে।

জাঙ্গিপুরের এসডিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। মুর্শিদাবাদ পুলিশের তরফে এই বিষয়ে কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়নি। মালদা পুলিশের তরফে মুর্শিদাবাদ থেকে কাউকেই সেই জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি।’

বাংলার মুখ খবর

Latest News

EPL-এ বড় ম্যাচে চেলসিকে হারিয়ে জয় পেল ম্যানচেস্টার সিটি, গোল হালান্ডের বহু ভারতীয়র গাড়ি চড়ার স্বপ্ন সত্যি করেছিলেন, পদ্মবিভূষণ পাচ্ছেন সুজুকি পদ্ম পুরস্কারের জন্য রাজ্যের সুপারিশ মানেনি কেন্দ্র, মোদীকে চিঠি লিখবেন রেভন্থ বিতর্ক অতীত, প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় দুর্গা পদতলে লক্ষ্মীর ভাণ্ডার পদ্মশ্রী পেয়ে কেন মমতাকে ধন্যবাদ জানালেন কার্তিক মহারাজ? জীবদ্দশায় পদ্মশ্রী পাওয়ায় কৃতজ্ঞ! আপ্লুত হলেন ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী বাজেটের আগে বড় ঘোষণা সরকারের, ২০% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি কয়েক দশক পর মীনে ৬ গ্রহের বিরল ষটগ্রহী যোগ তৈরি হচ্ছে! এক ঝাঁক রাশি লাকি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করবি, গম্ভীরের গুরুমন্ত্রেই এসেছে সাফল্য, অকপট তিলক সচিন-সৌরভ থেকে অশ্বিন, ভারতের কোন কোন ক্রিকেটার কবে পদ্মশ্রী পেয়েছেন- তালিকা

IPL 2025 News in Bangla

পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.