বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘রেপ কেস আছে’, পশ্চিম মেদিনীপুরের এসপিকে ‘ছোটলোক’ বলে কটাক্ষ দিলীপের

‘রেপ কেস আছে’, পশ্চিম মেদিনীপুরের এসপিকে ‘ছোটলোক’ বলে কটাক্ষ দিলীপের

বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান। নিজস্ব ছবি।

এই আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলিপ ঘোষ। বিজেপির এই আইন অমান্য আন্দোলন আগেই ঘোষিত হওয়ায় সতর্ক ছিল পুলিশ। সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ আশেপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পশ্চিম মেদিনীপুরে। কয়েকশো বিজেপি কর্মী এদিন এসপি অফিসে ঢোকার চেষ্টা করেন। তাদের বাধা দেওয়ার জন্য এসপি অফিসের বাইরেই মোতায়েন ছিল প্রচুর সংখ্যক পুলিশ। ঘটনায় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। বিজেপির এই ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে কড়া ভাষায় আক্রমণ করেন। পশ্চিম মেদিনপুরের সুপার ধর্ষণের মামলায় অভিযুক্ত বলে অভিযোগ তোলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: এই রাজনীতি বন্ধ হওয়া উচিত, বললেন দিলীপ, ভবিতব্য ছিল,নীতীশের পাল্টি নিয়ে শুভেন্দু

সারা রাজ্য জুড়ে অন্যায়, অপশাসন, পুলিশের অত্যাচার, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে আজ সোমবার বিজেপির যুব মোর্চা এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল। সেই আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাঁধে। এই আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলিপ ঘোষ। বিজেপির এই আইন অমান্য আন্দোলন আগেই ঘোষিত হওয়ায় সতর্ক ছিল পুলিশ। সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ আশেপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এছাড়াও ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। এই কর্মসূচির আগেই পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রায় ২০০ মিটারের মধ্যে ৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। 

ঘেরাও অভিযান শুরু হওয়ার আগেই ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে বিজেপি কর্মীরা এসপি অফিসে ঢোকার চেষ্টা করলে তাদের আটকায় পুলিশ। ঘটনায় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। শেষ পর্যন্ত এসপি অফিসের সামনে ধরনায় বসে পড়েন বিজেপি কর্মীরা।

এদিন পুলিশ সুপারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এই এসপির নামে রেপ কেস আছে। উনি রেপ কেসের আসামি। আমার কাছে তার সব তথ্য আছে।’ শুধু তাই নয় পুলিশ সুপারকে ‘ছোটলোক’ বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোটলোকগুলি আজকে আমাদের এই প্রশাসনকে কলুষিত করছে। আর এরা চোর, কুকুর সেই ব্যানার্জি পরিবারের চামচাগিরি করছে। নিজের জীবনটাকে শেষ করছে।’ সেইসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রীকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সাংসদ ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা, ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্বরা। এদিনের এই সভায় বিজেপির সকল নেতারাই পুলিশকে কটাক্ষ করেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা আর্শদীপকে টপকে T20I-তে নতুন রেকর্ড গড়লেন রবি বিষ্ণোই, বললেন ছোটখাটো কৃতিত্ব ২০২৪-তে এখনও জয় অধরা ভারতের! তবে শেষ ৪৫ মিনিটে মিলল অনেক ইতিবাচক দিক এবার নয়া কর্মসূচি মেয়েদের ‘‌রাতের মিটিং’‌, শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.