শনিবার কলকাতায় রয়েছে নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এই খেলায় মুম্বইয়ের কাছে তেমন কোনও গুরুত্ব না থাকলেও কেকেআর নিশ্চয় চাইবে ম্যাচ জিতে সেদিনই প্লে অফে প্রবেশ করতে। এমনিতে ১৬ পয়েন্টে থাকায় তাঁদের প্লে অফ কার্যত নিশ্চিত। কিন্তু মুম্বইয়ের বিপক্ষে ম্যাচ তাঁদের কাছে অন্য এক কারণে কিছুটা গুরুত্বপূর্ণ, তা হল এই রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের বিপক্ষেই কদিন আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে জিতে এসেছে তাঁরা। বহুদিন পর সেখানে জিতেছে নাইট রাইডার্স। তবে এই দলের বিপক্ষে অতীতের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয় নাইট রাইডার্সের। ফলে নিজেদের পরিসংখ্যান একটু উন্নতি করার জন্যেও এই ম্যাচে জয় চাইবে গৌতম গম্ভীরের দল। যদিও ম্যাচের দুদিন আগে অনুশীলনই করতে পারলেন না নাইট রাইডার্স ক্রিকেটাররা। প্রবল বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করতে হয় নারিন, রাসেলদের।
আরও পড়ুন-প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
সুনীল নারিন, ফিল সল্টরা যে ছন্দে রয়েছে, তাতে হার্দিক, বুমরাহদের বিপক্ষে ম্যাচ জেতা খুব কঠিন নয়। কদিন আগেই হার্দিকরা সানরাইজার্সকে হারিয়ে তাঁদের বিপদে ফেলে দিয়েছিল, ফলে নাইটরাও যথেষ্ট সতর্ক থাকছে। এবারে হার্দিক পান্ডিয়া মুম্বই দলের অধিনায়ক হওয়ার পর ঘরে বাইরে বিভিন্ন বিতর্কে হিমশিম খেয়ে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স দল। কোনওভাবে যেন এবারের আইপিএল শেষ করতে পারলে তাঁরা বাঁচে। এরই মধ্যে কলকাতায় ম্যাচ খেলতে এসে বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করতে পারলেন না হার্দিকরাও। অবশ্য শুধু তারাই নন, কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার অনুশীলন করতে পারেনি নাইট রাইডার্সও। দুপুর থেকেই টানা বৃষ্টির কারণে মাঠে নামা হয় দুই দলের ক্রিকেটারদের।
আরও পড়ুন-T20 World Cup-আইপিএলের মতো রান উঠবে না টি২০ বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের
শুক্রবার যদি আবহাওয়ার কিছুটা উন্নতি হয় সেক্ষেত্রে বিকেলের দিকে অনুশীলনে নামতে পারবেন স্টার্ক, রাসেলরা। শনিবার আবহাওয়া তুলনামুলকভাবে একটু ভালো থাকার কথা থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিন ইডেন যে নারিন, সল্টদের ব্যাটে ঝড় দেখতে মুখিয়ে থাকবে তা বলাই বাহুল্য। তাই কলকাতার ক্রিকেটভক্তরা এখন থেকেই বরুণ দেবতাকে অনুরোধ করছে এবারের আইপিএলে কলকাতার শেষ হোম ম্যাচে যেন বৃষ্টির ভ্রুকুটি না থাকে।
আরও পড়ুন-IPL 2024- পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো
শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের শেষ হোম ম্যাচের পর ১৩ তারিখ গুজরাট টাইটান্স এবং ১৯ তারিখ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স।