আধুনিক টি-২০ ক্রিকেটে উদ্বাবনী শটের গুরুত্ব কতটা, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরা প্রথাগত শটেই রান করে চলেছেন ঝুড়ি ঝুড়ি। আবার সূর্যকুমার যাদবের মতো ট্যারা-ব্যাটে শট খেলার বিশেষজ্ঞও দেখা যায় টি-২০ ক্রিকেটে। এমনকি রোহিত শর্মাকেও চলতি আইপিএলে রিভার্স শট খেলতে দেখা গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে, বোলারদের পরিকল্পনাকে টেক্কা দিতে নতুনত্বের পথে হাঁটতে হচ্ছে ব্যাটারদের।
কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি অংকৃষ রঘুবংশীর মধ্যে বিস্তর সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। কেননা তাঁর মধ্যে প্রথাগত শটে রান তোলার ক্ষমতা যেমন রয়েছে, ঠিক তেমনই উদ্ভাবনী শটে রান তোলার দক্ষতাও দেখা গিয়েছে। যদিও মাঠে নেমে স্লগ সুইপ, স্কুপ, রিভার্স স্কুপের মতো শটে রান তুলতে গেলে যে অধ্যাবসায়ের দরকার হয়, সেটাও সবার জানা।
বর্তমান সময়ে ব্যাটারদের নেটেও নতুনত্ব শটের অনুশীলন চালাতে দেখা যায়। বৃহস্পতিবার কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো প্রকাশ করা হয়, যেখানে রঘুবংশীকে স্লগ সুইপ ও রিভার্স স্কুপের অনুশীলন করতে দেখা যায়। পিছন থেকে রঘুবংশীর দিকে কড়া নজর ছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সহকারী কোচ অভিষেক নায়ারের।
আরও পড়ুন:- সব থেকে কম বয়সে ১০০ আন্তর্জাতিক ম্যাচ, বিশ্বরেকর্ড গড়লেন ভারতের শেফালি বর্মা
রঘুবংশী একটি নিখুঁত রিভার্স স্কুপ শট খেলে ব্যাটের উপর ভর দিয়ে শরীরের ভারসাম্য সামলে নেন। পরক্ষণেই তাঁকে একটি স্লগ সুইপ শট খেলতে দেখা যায়। বল ব্যাটে লাগে দুর্দান্তভাবে। তবে শট নেওয়ার চেষ্টায় শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি অংকৃষ। ফলে তাঁকে পিচের উপর গড়াগড়ি খেতে দেখা যায়। কেকেআরের তরফে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয় যে, 'পড়ে গেলেন বটে, তবে ছক্কা হাঁকালেন দু'বারই।'
আইপিএল ২০২৪-এ অংকৃষ রঘুবংশীর ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
চলতি আইপিএলে অংকৃষ রঘুবংশী কেকেআরের হয়ে ৭টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। তিনি ২৩.২৮ গড়ে সাকুল্যে ১৬৩ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৪ রানের। অংকৃষ ১৫৫.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। চার মেরেছেন ১৬টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৮টি।
কেকেআর এখনও পর্যন্ত চলতি আইপিএলের ১১টি ম্যাচে মাঠে নেমে ৮টি জয়-সহ মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের শীর্ষে। আগামী শনিবার (১১ মে) ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে নাইট রাইডার্স। কেকেআর ১৩ ও ১৯ মে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে যথাক্রমে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।