টিকিট পেলেও পছন্দ হয়নি ওয়ার্ড। আর তাই প্রার্থী না হাওয়ার সিদ্ধান্ত নিয়ে দলে নিজের পদ ছাড়লেন আসানসোল উত্তর মণ্ডল দুই-এর সভাপতি সুদীপ চৌধুরী। নিজের পছন্দের ওয়ার্ডে নির্দল হিসেবে লড়াই করার ঘোষণাও করেন সুদীপ। পরে অবশ্য নির্দল প্রার্থী না হওয়ার কথা জানান সুদীপ। তবে জানিয়ে দেন, পদে ফিরবেন না আর। সাধারণ কর্মী হিসেবেই দলে থাকার কথা জানিয়েছেন সুদীপ।
সুদীপ চৌধুরী বলেন, ‘আমি ৪২ নম্বর ওয়ার্ডে দাঁড়াতে চেয়েছিলাম। সেই মতো দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদনও জানিয়েছিলাম। দলের সম্মতি পেয়েছিলাম। এরপরই ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছিলাম। কিন্তু এরপর জানতে পারি আমাকে ৪৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে। ওই ওয়ার্ডে ৫০ শতাংশ ভোটার সংখ্যালঘু। সেখানে কোনওভাবেই জেতা সম্ভব নয়। আমাকে ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।’ পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি দিলীপ দে ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন সুদীপ। সুদীপের অভিযোগ, ’৪২ নম্বর ওয়ার্ডে যাঁকে প্রার্থী করা হয়েছে, সে জেলা সভাপতির বাড়িতে কাজ করে।’
এদিকে পছন্দের ওয়ার্ডে টিকিট না পেয়েই অভিমানী হয়ে ৪২ নম্বর ওয়ার্ডেই ত্রিশূল চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন বলে জানিয়েছিলেন সুদীপ। পরে অবশ্য সিদ্ধান্ত বদলান সুদীপ। তবে জানান, বিজেপির মণ্ডল সভাপতির পদ ছাড়ছেন তিনি।