বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিপদ হয়ে এল বিপত্তারণ, রথের মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার বধূ

বিপদ হয়ে এল বিপত্তারণ, রথের মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার বধূ

প্রতীকি ছবি

বধূ জানিয়েছেন, তাঁর বাপের বাড়ি দিগনগরে। শ্বশুরবাড়ি ভাতারের দেবপুরে। শুক্রবার দিগনগরে ২০০ বছরের পুরনো রথের মেলায় ননদের সঙ্গে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার সময় পথ হারি আলিনগরের দিকে চলে যান।

রথের মেলে থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার বধূ। ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। তদন্তে নেমে বিপত্তারণ পাল, বিল্টু দে ও সাহেব পাল নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বধূ জানিয়েছেন, তাঁর বাপের বাড়ি দিগনগরে। শ্বশুরবাড়ি ভাতারের দেবপুরে। শুক্রবার দিগনগরে ২০০ বছরের পুরনো রথের মেলায় ননদের সঙ্গে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার সময় পথ হারি আলিনগরের দিকে চলে যান। এরই মধ্যে ননদের সঙ্গে পরিচিত একজনের দেখা হয়। তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে থাকেন ননদ। তখন কিছুটা এগিয়ে যান বধূ। এই পরিস্থিতিতে তিন যুবক মোটরসাইকেলে করে এসে বধূকে মুখ চেপে মাঠে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করে। তার পর তাঁকে ফেলে পালায়। কোনওক্রমে উঠে কিছুদূরে এর পুলিশকর্মীকে ঘটনার কথা জানান বধূ। এর পর অভিযোগ হয় থানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষকদের মধ্যে একজনকে চিনতে পেরেছিলেন বধূ। শনিবার তাঁকেই প্রথম গ্রেফতার করে পুলিশ। তার পর গ্রেফতার করা হয় বাকি ২ জনকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

বন্ধ করুন